কলকাতা: লাফিয়ে বাড়ছে আলুর দাম৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আতে গত মাসে ব্যবসায়ীদের আলুর দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ পাঁচ দিনের সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও আলুর দাম পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি৷ এবার পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামী বুধবার থেকে ২৫ টাকা কেজি দলে আলু বিক্রির নির্দেশ দিয়েছে নবান্ন৷
জানা গিয়েছে, কলকাতা ও তার আশপাশের বাজারে ২৫ টাকা কিলো দরে আলু পাওয়া পাওয়া যাবে৷ শুক্রবার আলুর দর নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাইকারি ব্যবসায়ীরা ২৩ টাকা দরে আলু সরবরাহ করবেন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে৷ ২৫ টাকা দরে তা খোলা বাজারে বিক্রি হবে৷ এই সিদ্ধান্ত কার্যকর না হলে আলু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারি পর্যায়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও দেওয়া হয়েছে হুঁশিয়ারি৷ তবে, কলকাতা ও তার আশপাশের জেলায় কবে কমবে আলু দাম? উঠছে প্রশ্ন৷
কেননা, জেলার বাজারে এখনও ৩০-৩৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে৷ এর আগে সরকারের তরফে জানানো হয়, সুফল বাংলা স্টলে ২৫ টাকা দরে আলু বিক্রি করা হবে৷ এবার রাজ্য সরকার চাইছে বৃহত্তর কলকাতায় ২৫ টাকা দরে আলু বিক্রি হোক৷ কিন্তু, বাকি রাজ্যে কী হবে? কবে গোটা বাংলা আলুর বর্ধিত দাম থেকে মুক্তি পাবেন? প্রশ্ন তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে আলু ব্যবসায়ীদের ইতিমধ্যেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পরিবহণ খরচ মিলিয়ে পাইকারি বাজারে ২৩ টাকা করে আলু পৌঁছে দিতেই হবে৷ সোম-মঙ্গলবারের মধ্যে তা শহর কলকাতার বাজারে পৌঁছে যাবে৷ বুধবার থেকে ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি হবে৷