ফের কল্পতরু মমতা, এবার ‘পকেট মানি’ পাঠাবে রাজ্য

ফের কল্পতরু মমতা, এবার ‘পকেট মানি’ পাঠাবে রাজ্য

কলকাতা: চলছে লকডাউন৷ দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন রাজ্যের বহু শ্রমিক৷ সেই সমস্ত আটকে পড়া শ্রমিকদের সুবিধার্থে ‘পকেট মানি’ পাঠানো ব্যবস্থা করা হবে বলে ঘোষণা কলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে৷ প্রয়োজনে তাঁদের কাছে কিছু কিছু করে টাকা পাঠানোর ব্যবস্থা কর হবে৷ চাল-ডাল বিনামূল্যে পাওয়া গেলেও তাঁদের সব্জি কেনার পয়সা নেই৷ অনেকে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন৷ তাঁদেরও এই ব্যবস্থা করা হবে বলে নবান্না জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

ইতিমধ্যেই ভিন রাজ্যে আটকে পড়াদের বিষয়টি নজরে এলে সংবাদমাধ্যমও যাতে সরকারি হেল্পলাইন নম্বর ১০৭০’তে ফোন করে বিষয়টি জানায়, সে বিষয়েও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নানা কারণে এ রাজ্যে আসা ভিন রাজ্যের বাসিন্দাও আটকে রয়েছেন৷ তাঁদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে৷ তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ছেড়ে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =