BREAKING: ২৫ টাকায় আলু বেচবে রাজ্য, ৫ দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

BREAKING: ২৫ টাকায় আলু বেচবে রাজ্য, ৫ দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: করোনা আবহে জেরবার গোটা দেশ৷ পিছিয়ে নেই বাংলা৷ দীর্ঘ লকডাউনের প্রভাবে কাজ হারিয়েছেন বহু মানুষ৷ উপার্জন কমেছে মধ্যবিত্ত জনতার৷ আর এই মহামারী সুযোগকে কাজে লাগিয়ে মুনাফা লুটছে একদল ব্যবসায়ী৷ লাফিয়ে বাড়ছে সবজি ও আলুর দাম৷ এক ধাক্কায় ৩২-৩৫ টাকা পেয়ে গিয়েছে আলুর দাম৷ লাগামছাড়া আলুর দাম নিয়ন্ত্রণে আনতে এবার বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার৷

লাফিয়ে বাড়ছে আলুর দাম৷ আর এই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যবাসীর একাংশকে সুরাহা দিতে সরাসরি আলু বিক্রির ব্যবস্থা করছে রাজ্য সরকার৷ আলুর দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ আলুর দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের ‘সুফল বাংলা’ থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে সরকার৷ আগামী রবিবার থেকে এই সুবিধা মিলবে৷ আজ নবান্ন গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে৷

রাজ্যের বাজারের চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণে আলু এখন হিমঘরে মজুত আছে৷ তা সত্ত্বেও খুচরো বাজারে আলুর দাম বেড়েই চলেছে৷ কিন্তু, কেন বাড়ছে দাম? ব্যবসায়ীদের দাবি, গড়ে ১২-১৩ টাকা কেজি দরে কিনছেন তাঁরা৷ তা সরাসরি হিমঘরে ঢুকেছে৷ হিমঘরের ভাড়া-সহ অন্যান্য খরচ কেজিতে ৫ টাকা৷ কিন্তু, তার পরও কেন বেশি দামে বিক্রি? সদুত্তর মেলেনি ব্যবসায়ী সংগঠনের৷ ব্যবসায়ীদের যুক্তি, এবার প্রায় ৫৭ লক্ষ টন আলু মজুত হয়েছে৷ যা গতবছরের তুলনায় প্রায় ৯ লক্ষ টন কম৷

আলুর দাম কমাতে ব্যবসায়ীদের ৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে৷ আলুর লাগামছাড়া দান নিয়ে নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ মহামারীর মধ্যেও কেন দাম বৃদ্ধি, ব্যবসায়ীদের সতর্ক করে সুফাল বাংলায় আগামী রবিবার থেকে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আজ নবান্নে উচ্চপর্যায়ের একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আলুর দাম ব্যবসায়ীদের কমাতে হবে৷ না হলে ব্যবস্থা নেওয়া হবে৷ হিমঘরে ৪০ বছর বেশি আলু মজুদ রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হচ্ছে৷ খুব দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বলে জানা গিয়েছে৷ তবে, যেখানে সুফল বাংলার স্টল নেই, সেখানে কীভাবে মিলবে সুবিধা? যদিও এর আগেও সুফলার বাংলা থেকে আলু-পেঁয়াজ বিক্রি নিয়েও সাধারণ জনতার মধ্যে তৈরি হয়েছিল বিভ্রান্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =