সুখবর! সহজ শর্তে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে রাজ্য সরকার

সুখবর! সহজ শর্তে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে রাজ্য সরকার

কলকাতা: রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে মহিলাদের আয় বৃদ্ধির উপর জোর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ আর সেই লক্ষ্যে সহজ শর্তে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ দেওয়া হচ্ছে পুর-শহরাঞ্চলের মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে৷ বিভিন্ন উৎপাদনমুখী কাজের সঙ্গে যুক্ত গোষ্ঠীকে আর্থিক সহায়তা করা হবে বলে জানা গিয়েছে৷  ইতিমধ্যেই ঋণ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে গিয়েছে বলে খবর৷

লকডাউনে ধাক্কা খেয়েছে অর্থনীতিতে৷ সেই ধাক্কা সামলে ধীরে ধীরে রাজ্যের কোষাগারকে চাঙ্গা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এবার মহিলাদের আর্থিক উন্নয়নে ডব্লুবিএসইউএলএমের অধীনে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে৷

সরকার সমীক্ষা দেখা গিয়েছে, মহিলারা আয়ের বড় অংশ খরচ করেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে৷ ফলে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বাড়ালে তাতে যেমন ওই পরিবারের লাভ, তেমন শিক্ষা ও স্বাস্থ্য খাতেও উন্নয়ন সম্ভব৷ সেই টাকা পণ্য কেনাকাটায় ব্যবহার হলে অর্থনীতির স্বাভাবিক গতি ফিরে আসায় সহায়ক হবে৷

রাজ্যে মোট ১২৫টি পুরসভা ও ছ’টি কর্পোরেশন আছে৷ ডব্লুবিএসইউএলএমের মাধ্যমে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক সহযোগিতা করে সরকার৷ পুর-শহরাঞ্চলে ৬০ হাজারের মতো স্বনির্ভর গোষ্ঠীকে অর্থ সহযোগিতা করা হচ্ছে৷ ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠীকেই সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর৷  বার্ষিক সুদের হার মাত্র ৭ শতাংশ৷ প্রথম কিস্তিতে দেড় লক্ষ টাকা দেওয়া হবে৷ সেই টাকা পরিশোধ করার পরে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে৷ এভাবে ধাপে ধাপে স্বনির্ভর গোষ্ঠী ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =