২২ জেলায় ২২টি পৃথক করোনা চিকিৎসাকেন্দ্র গড়ছে রাজ্য সরকার

২২ জেলায় ২২টি পৃথক করোনা চিকিৎসাকেন্দ্র গড়ছে রাজ্য সরকার

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ রাজ্যে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত বেড়ে দাঁড়িয়ে ২২৷ জেলা থেকেও রোগীর চাপ বাড়ছে৷ কলকাতা কেন্দ্রিক রোগীর রোগীর চাপ কমাতে এবার বাংলার ২২ জেলায় ২২টি পৃথক করানো আক্রান্ত রোগীদের চিকিৎসাকেন্দ্র নির্মাণের প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার৷ ২২ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পরিকাঠামো সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ কোথায় কত চিকিৎসক, নার্স প্রয়োজন আছে, সেই মর্মেও তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর৷

গোটা বাংলাজুড়ে যে হারে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর চাপ বাড়ছে, তা নিয়ন্ত্রমে আনতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ২২ জেলায় পৃথক পৃথক করোনা চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা ও পরিকাঠামো বাড়ানোর ভাবনাচিনতা শুরু হয়েছে৷ এই মুহূর্তে পরিকাঠামো সমস্যার কারণে বেশিরভাগ জেলার রোগীদের তড়িঘড়ি কলকাতা নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে৷ তাতে রোগীর চাপ বাড়ছে কলকাতার হাসপাতালগুলিতে৷ দীর্ঘ পথ যাতাযাতের কারণেও আরও অসুস্থ হয়ে পড়েছেন রোগীরা৷ মূলত এই সমস্যার কথা ভেবে জেলাভিত্তিক করোনা চিকিৎসাকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর৷

মূলত, জেলার যে সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালে পরিষেবা পুরোপুরি চালু করা সম্ভব হয়নি, সেই সমস্ত হাসপাতালের পরিকাঠামো বাড়িয়ে করোনা চিকিৎসা পরিষেবা দেওয়ার বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে৷ কোন হাসপাতালগুলিতে বর্তমান পরিকাঠামো ব্যবহারের সুযোগ আছে, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের রিপোর্ট জমা দেওয়ার কথা জানানো হয়েছে৷ ওই হাসপাতালগুলিতে এখন কত চিকিসৎক, নার্স, স্বাস্থকর্মী আছেন, আরও কত প্রয়োজন,  তা জানাতেও বলা হয়েছে৷ সেই রিপোর্ট খতিয়ে দেখার পর দ্রুত সবুজ সংকেত দেওয়া হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *