আরও ৫.৪৮ লক্ষ মানুষকে মাসিক ভাতা দিচ্ছে রাজ্য সরকার

আরও ৫.৪৮ লক্ষ মানুষকে মাসিক ভাতা দিচ্ছে রাজ্য সরকার

কলকাতা: রাজ্যে মাসিক ভাতার প্রাপকদের তালিকায় যুক্ত হয়েছে আরও ৫.৪৮ লক্ষ মানুষ৷ বিধবা, বার্ধক্য, প্রতিবন্ধী সংক্রান্ত ভাতা দেওয়া হচ্ছে তাঁদের৷ গত ২৫ নভেম্বর পর্যন্ত এই ৩ ধরনের ভাতার জন্য আবেদনের মঞ্জুর করার ভিত্তিতে এই সংখ্যা বেড়েছে বলে খবর৷ নতুন করে মাসিক ভাতার তালিকায় নাম লিখিয়েছেন ৫ লক্ষ ৪৮ হাজার ২৫২ জন৷

রাজ্যের দেওয়া তথ্য বলছে, এখন থেকে নতুন করে বার্ধক্য ভাতা পাচ্ছেন প্রায় ৩ লক্ষ ৪৬ হাজার মানুষ৷ বিধবা ভাতা পাচ্ছেন ১ লক্ষ ৯১জন৷ জানুয়ারি থেকে এই ভাতা পেতে শুরু করেছেন তাঁরা৷ এই তিনটি ভাতার পরিমাণ এপ্রিল মাস থেকে বেড়ে ১ হাজার টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ ষাটোর্ধ্ব তফসিলিরাদের জন্যও মাসিক ভাতা প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

কিন্তু এই ভাতার পরিমাণ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ মাসে এক হাজার টাকা দেওয়া হলে দৈনিক তা মাত্র ৩৩ টাকা৷ ওই সামান্য টাকায় সারাদিনের খাবার হয় না৷ বিরোধীদের এই প্রশ্ন উড়িয়ে সম্প্রতি বিধানসভায় নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা দাবি বলেন, মাথাপিছু এক হাজার টাকা করে দিতে রাজ্যের বছরে ৬০০ কোটি টাকারও বেশি খরচ হচ্ছে৷ দরিদ্র পরিবারের মাসিক আয় এক হাজার টাকা খুব কম নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =