কলকাতা: স্কুলছুটদের ফেরাতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। স্কুলছুটদের শিক্ষার মূলস্রোতে ফিরিয়ে আনতে বিশেষ পাঠ্য বই তৈরি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর৷ শিক্ষা দপ্তরের এই উদ্যোগের ফলে রাজ্যে স্কুলছুটের সংখ্যা প্রকৃতপক্ষে কমিয়ে আনা করা সম্ভব হবে আশা বিকাশ ভবনের কর্তাদের৷
রাজ্য শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, এই পাঠ্য বইগুলি ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে৷ আগামী শিক্ষাবর্ষ থেকে তা সকলের সামনে আনা হবে৷ প্রতিটি শ্রেণির প্রতিটি বিষয়ের বইতে সেই বিষয়ের মূল বিষয়গুলি থাকবে। এর ফলে ওই বই পড়ে ওই বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন। এবং এর ফলে নিয়মিত ক্লাসের বিভিন্ন পাঠ্য বিষয়ের সমস্যা অনেকটা দূর হবে৷ বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হবে স্কুলের সময়ের পর এবং সেই স্কুলের শিক্ষকরাই ওদের পড়াবেন।