আরও মহার্ঘ মদ, একলাফে ৩০ শতাংশ দামবৃদ্ধি, বসছে কর

আরও মহার্ঘ মদ, একলাফে ৩০ শতাংশ দামবৃদ্ধি, বসছে কর

কলকাতা: করোনা রুখতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার৷ বন্ধ দোকান-বাজার৷ গৃহবন্ধি নগর জীবন৷ সতর্কতা হিসেবে ইতিমধ্যেই বাংলা সমস্ত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ আর তার জেরে সুরাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে হাহাকার৷ তবে লকডাউন মিটলেই ফের যে মোদের জোয়ার উঠবে, তা অবশ্য হচ্ছে না৷ হলেও পকেটে পড়তে পারে টান!

লকডাউনের মধ্যেই দেশি-বিদেশি সহ সমস্ত ধরনের মদ ও বিয়ারের উপর ৩০ শতাংশ হারে সেলস ট্যাক্স বসিয়েছে রাজ্য সরকার৷ গত ৭ এপ্রিলের বিজ্ঞপ্তিতে ৯ এপ্রিল থেকে নয়া এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে খবর৷ আর তার জেরে লকডাউন শেষে মদের দোকান খুলতেই একলাফে বেড়ে যাবে মদলের দাম৷

লকডাউনের জেরে ইতিমধ্যেই জিএসটি থেকে শুরু করে আবগারি, জমি বিক্রি রেজিস্ট্রেশন, স্ট্যাম্প ডিউটি, পেট্রোল ডিজেল বিক্রির উপর সেলস ট্যাক্স প্রভৃতি থেকে রাজস্ব আদায় তলানীতে এসে ঠেকেছে৷ ফলে রাজ্যের আয় কিছুটা প্রভাব পড়েছে৷ আর সেই পরিস্থিতি মোকাবিলায় এবার মদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হচ্ছে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ পরিসংখ্যান বলছে, গত বছর রাজ্যে প্রায় ১৩ হাজার ৬৫০ কোটি টাকার মূল্যের মদ ও বিয়ার বিক্রি হয়েছে৷ চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ১২৭৩১ কোটি টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =