জুনিয়র চিকিৎসকদের বেত বাড়াল রাজ্য, ক্ষোভের ক্ষতে প্রলেপ?

জুনিয়র চিকিৎসকদের বেত বাড়াল রাজ্য, ক্ষোভের ক্ষতে প্রলেপ?

4b87cc7b5f2fbe3c6117f3f139f34887

কলকাতা: করোনা মোকাবিলায় ঝুঁকি নিয়ে চিকিৎসা করার জন্য রাজ্য সরকার বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত জুনিয়ার চিকিৎসকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে৷ কোভিড যুদ্ধে সামনের থেকে নিরলসভাবে লড়ে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের মনোবল বৃদ্ধি করতে ইতিমধ্যেই নানা রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে৷  কিন্তু এতদিন এব্যপারে চুপচাপ ছিল পশ্চিমবঙ্গ৷ বেতন বৃদ্ধি তো দুরস্থান করোনা যোদ্ধা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়েও গাফিলতির অভিযোগ উঠেছে এরাজ্যের সরকারর বিরুদ্ধে৷ সেই ক্ষোভের প্রতিফলমন স্বরূপ কলকাতা থেকে জেলা একাধিক হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মাীদের বিক্ষোভ-আন্দোলন দানা বেঁধেছে৷ সেই ক্রর্মবর্ধমান ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে এবার এরাজ্যেও চিকিৎসকদের একাংশের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বলে ওয়াকিবহাল মহলের অভিমত৷

স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার জানিয়েছেন, ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং পোস্ট গ্রাজুয়েট ডক্টর ট্রেনি স্তরের দশ হাজারের বেশি চিকিৎসক এর ফলে উপকৃত হবেন৷ তিনি জানিয়েছেন, ইন্টারন চিকিৎসকদের মাসিক বেতন ২৩ হাজার ৪২৫ টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার ৫০টাকা করা হবে। হাউজ স্টাফদের বেতন ৩৮ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ৪৩ হাজার ৭৫৮ টাকা করা হচ্ছে৷ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি প্রথম বর্ষের চিকিৎসকদের মাসিক বেতন ৩৮ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ৪৩ হাজার ৭৫৮ টাকা, দ্বিতীয় বর্ষের চিকিৎসকদের বেতন ৪৭ হাজার ১২৪ টাকা, তৃতীয় বর্ষের চিকিৎসকদের বেতন ৫০ হাজার ৪৯০ টাকা করা হচ্ছে৷ এছাড়া পোস্ট গ্রাজুয়েট ট্রেনি প্রথম বর্ষের চিকিৎসকদের বেতন ৫৩ হাজার ৮৫০ টাকা, দ্বিতীয় বর্ষের ৫৭ হাজার ২২২ টাকা এবং তৃতীয় বর্ষের চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৬০ হাজার ৫৮৮ টাকা করা হচ্ছে৷ এর ফলে রাজ্য সরকারের কয়েক কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন৷ প্রায় ১০,০০০ জুনিয়র ডাক্তার এতে উপকৃত হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *