৫৫ হাজার রেশন কার্ড বাতিল করল রাজ্য, বাড়ছে নতুন গ্রাহকের সংখ্যা

দু’দফায় নতুন রেশন কার্ড দেওয়ার বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য সরকার৷ নয়া এই অভিযানে কমপক্ষে প্রায় ৩৫ লক্ষ নতুন গ্রাহকের হাতে ভর্তুকিযুক্ত  চাল-গম তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে রাজ্য৷ একই সঙ্গে ৫৫ হাজার রেশন গ্রাহকের কার্ড বাতিলও করেছে রাজ্য৷

কলকাতা: দু’দফায় নতুন রেশন কার্ড দেওয়ার বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য সরকার৷ নয়া এই অভিযানে কমপক্ষে প্রায় ৩৫ লক্ষ নতুন গ্রাহকের হাতে ভর্তুকিযুক্ত  চাল-গম তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে রাজ্য৷ একই সঙ্গে ৫৫ হাজার রেশন গ্রাহকের কার্ড বাতিলও করেছে রাজ্য৷

ইতিমধ্যেই ভর্তুকিহীন বিশেষ রেশন কার্ডের জন্য আরও প্রায় ২০ লক্ষ আবেদন জমা পড়েছে খাদ্য দপ্তরে৷ এই মুহূর্তে রাজ্যে মোট রেশন গ্রাহক সংখ্যা ৯ কোটি ১৬ লক্ষ জন৷ রেশন কার্ড দেওয়ার জন্য দু’দফায় বিশেষ অভিযানে প্রায় ৫৫ হাজার মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে খবর৷ এছাড়া প্রতি মাসে লক্ষাধিক মৃত রেশন গ্রাহকের তথ্য জমা পড়ছে খাদ্য দপ্তরে৷

খাদ্য দপ্তর সূত্রে খবর, প্রায় ৭ লক্ষ গ্রাহকের বাড়িতে ডাকযোগে নতুন কার্ড পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ নয়া  রেশন কার্ড গ্রাহকের বাড়িতে পাঠানোর জন্য ডাক বিভাগের সঙ্গে বিশেষ চুক্তি ইতিমধ্যেই করে ফেলেছে  খাদ্য দপ্তর৷ ডাক মাধ্যমে রেশন কার্ড পাঠানোর কাজও শুরু হয়েছে৷ গ্রাহকের ঠিকানায় নতুন রেশন কার্ড পাঠাতে খাদ্য দপ্তরের খরচ হচ্ছে প্রায় ৩০ টাকা প্রতি কার্ড৷

জানা গিয়েছে, রেশন গ্রাহক তালিকায় নতুন নাম তুলতে তিন নম্বর ফর্মের মাধ্যমে ১৪ লক্ষ ৩৬ হাজার ৬২ জন আবেদনকারীকে ভর্তুকির খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরিবারের নতুন সদস্যের নাম তোলার ক্ষেত্রে চার নম্বর ফর্মের মধ্যে নতুন কার্ড দেওয়া হচ্ছে ২৯ লক্ষ ৬৭ হাজার ৬৭১ জনকে৷ ১০ নম্বর ফর্মের মাধ্যমে রেশনে ভর্তুকি ছাড়ার জন্য আবেদন করেছেন ২০ লক্ষ রেশন গ্রাহক৷ এই সংখ্যা ডিসেম্বরের হলেও নতুন রেশন গ্রাহকের সংখ্যা আরও বাড়বে বলে খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − six =