কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা৷ বাড়ছে টেস্টের সংখ্যাও৷ দৈনিক সংক্রমণের নিরিখে ৩ হাজারের গণ্ডি ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে বাংলা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাপ্তাহিক লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে নবান্ন৷ কিন্তু, সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় বাড়ছে উদ্বেগ৷ আর এই করোনা পরিস্থিতির মধ্যেই প্রায় ৫ মাসের বিরতি কাটিয়ে ফের বসতে চলেছে রাজ্য বিধানসভার দরজা৷
আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে খুলছে রাজ্য বিধানসভা৷ দ্বিতীয় সপ্তাহের বিধানসভার অধিবেশন বসবে৷ বিধানসভা খুললেও হবে সংক্ষিপ্ত অধিবেশন হবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ ‘সাংবিধানিক দায়বদ্ধতা’র কারণে বিধানসভার অধিবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কেননা সংবিধান অনুযায়ী টানা ছয় মাস বন্ধ রাখা যায় না অধিবেশন৷ একটানা অধিবেশন যেহেতু বন্ধ রাখা সম্ভব নয়, সেই কারণে খুলতে হচ্ছে বিধানসভা৷ জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
তবে দূরত্ব বিধি বজায় রেখে কী ভাবে হবে বিধানসভার অধিবেশন? তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ দীর্ঘ লকডাউনের কারণে প্রায় ৫ মাস বন্ধ হয়ে রয়েছে রাজ্য বিধানসভা৷ কিন্তু সাংবিধানিক নিয়ম বলছে, ছয় মাসের মধ্যে অন্তত একবার বিধানসভার অধিবেশন ডারতে হয়৷ আর সেই সাংবিধানিক দায়িত্বের কথা মাথায় রেখে রাজ্য বিধানসভার অধিবেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্য বিধানসভা অধিবেশন হবে৷ তবে এই অধিবেশন হবে সংক্ষিপ্ত৷ করোনা পরিস্থিতি মধ্যে দীর্ঘকালীন অধিবেশন করা সম্ভব নয়৷ সাংবিধানিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রাজ্য বিধানসভা অধিবেশন খোলা হবে, তবে দু’তিন দিনের জন্য৷ করোনা বিধি মেনে অধিবেশন চালু হওয়ার আগে কী কী বিষয় অধিবেশনে উঠতে পারে, তা কার্যবিবরণীতে সাফ জানানো দেওয়া হবে বলে খবর৷