বাংলায় লগ্নি করার জন্য ফের টাটাকে আমন্ত্রণ জানাল রাজ্য

বাংলায় লগ্নি করার জন্য ফের টাটাকে আমন্ত্রণ জানাল রাজ্য

 

কলকাতা: তৃণমূলের আন্দোলনে সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প গুটিয়ে নিয়েছিলেন রতন টাটা৷ এবার সেই টাটা গোষ্ঠীকেই বাংলায় শিল্প স্থাপণের জন্য আর্জি জানাল রাজ্য৷ রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘টাটার পক্ষ থেকে যদি কোনও লগ্নির প্রপোজাল থাকে তাহলে আমরা তাকে স্বাগত জানাব৷ ওঁরা বাংলায় আসুক, সেটা আমরা চাই৷’’ একই সঙ্গে মন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই দুটি বড় শিল্প সংস্থা বাংলায় শিল্প স্থাপন করতে চলেছেন৷ এবিষয়ে প্রাথমিক কথা বার্তাও হয়ে গিয়েছে৷ এছাড়াও একাধিক ছোট শিল্প সংস্থা রাজ্যে শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে৷

রাজ্যের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে শুক্রবার সাংবাদিক সম্মেলন করা হয়৷ সেখানে শিল্প মন্ত্রী জানান,  আয়রন এন্ড ওয়েরের দুটি বড় শিল্প এর প্রস্তাব আমাদের কাছে এসেছে সেই শিল্প দুটি বাস্তবায়িত হওয়ার মুখে আছে, আমাদের নীতি হলো আমরা কোন জমি অধিগ্রহণ করব না, বাকি সব বিষয়ে সাহায্য করব। শুধু দুটি শিল্প সংস্থা নয়, সিআইআই, অ্যাসোচেম ,পিডব্লিউসি, এসার অয়েল তাদের বিভিন্ন লগ্নির ব্যাপারে আগ্রহী৷ এছাড়া পঁচিশটি এমএসএমই সংস্থা লগ্নির ব্যাপারে আবেদন করেছেন। পার্থবাবু জানান, ফ্লিপকার্ট কোম্পানির পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে এই কোভিড  পরিস্থিতিতে ৩০টি ভেন্টিলেটর দিয়ে সাহায্য করা হয়েছে৷ সেজন্য আজ ফ্লিপকার্টের পূর্বাঞ্চলীয় অধিকর্তা আকাশ মিশ্র এসেছিলেন, এছাড়া তিনি বলেন ফ্লিপকার্ট এর পক্ষ থেকে ৮টি ওয়ারহাউজ হাওড়া হুগলিতে চালু করা হয়েছে এবং কল্যাণীর হরিণঘাটাতে আরেকটি শুরু করা হচ্ছে। এদিন ক্যামাক স্ট্রীটের অফিস ও ওয়েবেল ভবনের তথ্যপ্রযুক্তি অফিসে বিভিন্ন সংস্থার সঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পের ব্যাপারে মিটিং করেন পার্থবাবু৷ তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + three =