কলকাতা: করোনা ভাইরাস সংক্রমণের বৃদ্ধির জেরে কিছুদিন আগেই বামফ্রন্ট জানিয়েছিল তারা বড় ধরনের প্রচার থেকে বিরত থাকছে। বিরাট জনসমাবেশ বা পথসভা কিছুই করবে না তারা। পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি ও কলকাতায় আর কোন সভা করবেন না এবং বড় জনসভা থেকে বিরত থাকবেন, সভা করলেও সময় কমিয়ে দেবেন। এবার একই রকম সিদ্ধান্ত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়ে, দলের কোনো বড় তারকা আর কোনরকম বড় জনসমাবেশ করবে না। মূলত করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে এদিনই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রমজানের পর নির্বাচন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনকে। চিঠি লিখে তিনি বলেছেন, যেহেতু মুর্শিদাবাদে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২ জন প্রার্থী মারা গিয়েছেন ইতিমধ্যেই, তাই নির্বাচন যদি করতেই হয় তাহলে সেখানে যেন রমজানের পরে নির্বাচন করা হয়।
#WestBengalElections: “Since 2 candidates died due to COVID in Murshidabad, I plead that election if at all is to be done, should be after ‘Ramjan’ is over & present pandemic is diluted,” writes West Bengal Congress chief Adhir Ranjan Chowdhury in a letter to Election Commission. pic.twitter.com/809u4DaB7s
— ANI (@ANI) April 19, 2021
সম্প্রতি পঞ্চম দফার নির্বাচনের আগে বঙ্গ সফরে এসেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাজ্যের দুই জায়গায় সভা করেছিলেন তিনি যদিও পরবর্তী ক্ষেত্রে স্পষ্ট জানিয়েছিলেন, তিনি বঙ্গের সমস্ত জনসভা এবং কর্মসূচি বাতিল করেছেন করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে। অন্যান্য রাজনৈতিক দল এবং তাদের নেতাদের এমন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। অবশ্য ভাবে রাহুল গান্ধীর ওই পদক্ষেপ দায়িত্বপূর্ণ। যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে কর্মসূচি বাতিল করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। টুইট করে তিনি জানিয়েছিলেন, “রাজ্যের যা করোনাভাইরাস পরিস্থিতি তার জন্য আমি আমার সমস্ত জনসভা বাতিল করলাম। আমি প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে, রাজ্যের পরিস্থিতি সম্পর্কে ভেবে বড় জনসভা করার আগে একবার ভেবে নিতে।” সম্প্রতি গোয়ালপোখর এবং মাটিগড়া নকশালবাড়িতে সভা করেছিলেন রাহুল গান্ধী।