ইসলামপুর: নতুন করে আশার আলোয় বুক বাঁধছেন ইসলামপুরের খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীরা৷ সৌজন্যে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব সুব্রত বিশ্বাসের এলাকা পরিদর্শন৷ তাঁরা মনে করছেন, খুব শীঘ্রই হয়তো এই স্টেডিয়াম সকলের জন্য খুলে দেওয়া হবে।
মঙ্গলবার ইসলামপুর সার্কিট হাউসে আসেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব৷ সেখান থেকে ইসলামপুরের মহকুমা শাসককে সঙ্গে নিয়ে স্থানীয় তিস্তা পল্লী এলাকায় নবনির্মিত স্টেডিয়ামে পরিদর্শনে আসেন। সেখানকার বিভিন্ন বিষয় সম্পর্কে মহকুমা শাসক সপ্তর্ষী নাগের সঙ্গে আলোচনা করেন এবং সার্বিক বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত বিশ্বাস জানান, কি কি কাজ হয়েছে এবং কি কি কাজ এখনও বাকি রয়েছে সার্বিক বিষয়গুলো তিনি পরিদর্শন করেন এবং খতিয়ে দেখেন।
তবে কবে নাগাদ স্টেডিয়াম উদ্বোধন এর সুসংবাদ পেতে চলেছেন ইসলামপুর, এই প্রশ্নের উত্তর অবশ্য তার কাছ থেকে পরিষ্কার ভাবে পাওয়া যায়নি। তবে অতিরিক্ত মুখ্যসচিব বলেন, ‘‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব স্টেডিয়াম চালু করার৷ তবে এখনই এবিষয়ে নিশ্চিত করে দিন বলা যাবে না৷’’ তবে পুজোর আগেই স্টেডিয়াম চালুর আভাস দিয়েছেন তিনি৷ স্বভাবতই এলাকার খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুনভাবে উদ্দীপনার সঞ্চার হয়েছে।