বিশেষ রেশন কার্ডে মিলবে পরিচয় পত্র, শুরু হচ্ছে আবেদন

কলকাতা: পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার জন্য বিশেষ কার্ডের আবেদন পত্র নেওয়ার কাজ শুরু করতে চলেছে খাদ্য দপ্তর৷ খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে ওই আবেদনপত্র পাওয়া যাবে৷ ১০ নম্বর ফরমের জন্য ছাড়পত্র দিয়েছে নবান্ন৷ পুজোর ছুটির পর দপ্তরের কাজকর্ম শুরু হলে ফরম বিলির হতে পারে আগামী ১৭ অক্টোবরের পর থেকে৷ এই রেশন কার্ড দিয়ে কোনও খাদ্য সামগ্রী

3 stocks recomended

কলকাতা: পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার জন্য বিশেষ কার্ডের আবেদন পত্র নেওয়ার কাজ শুরু করতে চলেছে খাদ্য দপ্তর৷ খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে ওই আবেদনপত্র পাওয়া যাবে৷ ১০ নম্বর ফরমের জন্য ছাড়পত্র দিয়েছে নবান্ন৷

পুজোর ছুটির পর দপ্তরের কাজকর্ম শুরু হলে ফরম বিলির হতে পারে আগামী ১৭ অক্টোবরের পর থেকে৷ এই রেশন কার্ড দিয়ে কোনও খাদ্য সামগ্রী পাওয়া যাবে না৷ শুধুমাত্র পরিচয় পত্র হিসেবে ওই রেশন কার্ড ব্যবহার করা যাবে৷ সম্প্রতি, এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিশেষ রেশন কার্ড তৈরির নির্দেশ দিয়েছিলেন৷ পরে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়৷

বিশেষ রেশন কার্ড প্রাপকদের কয়েকটি বিষয়ের উপর বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে কয়েকটি শপিং মল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলে দপ্তর সূত্রে খবর৷ একই সঙ্গে আগামী মাস থেকে ফের চালু হচ্ছে সংশোধনের কাজ৷ সেখানে খাদ্যসামগ্রী পাওয়ার কার্ডের পাশাপাশি বিশেষ কার্ডের জন্য আবেদন করা যাবে৷

প্রথম দফায় সেপ্টেম্বর মাসে বিশেষ ক্যাম্পে নতুন রেশন কার্ডের জন্য প্রায় ৮ লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল৷ আবেদনকারীদের আর্থিক অবস্থা খতিয়ে দেখে ভর্তুকিতে খাদ্যসামগ্রীর কার্ড দেওয়া হবে৷ আর্থিক অবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে৷ সেপ্টেম্বর মাসে বিশেষ রেশন কার্ডের ভুল সংশোধনের জন্য প্রায় ১৮ লাখ আবেদন জমা পড়েছে৷ এখন থেকে সমস্ত রেশন কার্ড গ্রাহকের বাড়িতে সরাসরি পাঠানো হবে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *