কলকাতা: সল্টলেকের বি ই ব্লকে রবিনসন স্ট্রিট কাণ্ডের মতই ঘটনা ঘটল। বেশ কিছুদিন ধরে মায়ের মৃতদেহ আগলে বসে রইল ছেলে। তাঁর দাবি, মৃত্যু হয়েছে ৭ দিন আগে। যদিও পুলিসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ১০ দিন আগেও মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলার। মৃতার নাম কৃষ্ণা ভট্টাচার্য (৬৫)। গতকাল ওই ব্যক্তি নিজেই পুলিসে খবর দিলে, পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। পুলিস আরও জানিয়েছে, ঘরে ভাঙচুর করার ঘটনারও প্রমাণ মিলেছে। পাশাপাশি ঘরের দেওয়ালে আঠা দিয়ে আটকে রাখা ছিল নানান নথি। সেইসব নথিও উদ্ধার করে পুলিস। তবে ঠিক কী কারণে মহিলার মৃত্যু তা এখনও পর্যন্ত পরিস্কার নয়।
সল্টলেকে রবিনসন কাণ্ডের ছায়া, মায়ের মৃতদেহ আগলে রাখল ছেলে
কলকাতা: সল্টলেকের বি ই ব্লকে রবিনসন স্ট্রিট কাণ্ডের মতই ঘটনা ঘটল। বেশ কিছুদিন ধরে মায়ের মৃতদেহ আগলে বসে রইল ছেলে। তাঁর দাবি, মৃত্যু হয়েছে ৭ দিন আগে। যদিও পুলিসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ১০ দিন আগেও মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলার। মৃতার নাম কৃষ্ণা ভট্টাচার্য (৬৫)। গতকাল ওই ব্যক্তি নিজেই পুলিসে খবর দিলে, পুলিস