হাবরা: নিশুতি রাতে সাদা কাপড় পরা মহিলার ছায়ামূর্তি সঙ্গে মাছের আঁশটে গন্ধ। হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের কয়েকজনের নজরে আসে বিষয়টি। তাই ভৌতিক আতঙ্ক দূর করতে অ্যাম্বুলেন্স চালকদের উদ্যোগে হাসপাতাল চত্বরে আজ থেকে ফের চালু করা হল দীর্ঘদিন বন্ধ থাকা মনসা পুজো৷ হাবড়া হাসপাতাল চত্বরের ঘটনা।
অ্যাম্বুল্যান্স চালকদের দাবি, হাবড়া হাসপাতালের মর্গের পাশে বাথরুমের ছাদে নিশুতি রাতে দেখা যাচ্ছে সাদা শাড়ি পরিহিত মহিলার আবছায়া মূর্তি৷ বাথরুমের ছাদে পা দোলাচ্ছে। যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালের কর্তব্যরত বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা। অ্যাম্বুলেন্স চালকদের দাবি: অনেকেই ভয় পেয়েছে তা দেখে। শৌচালয়ের পাশেই কিছুটা দূরে তাদের এই ভয় পাওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন হাসপাতাল চত্বরে একটি মনসা পূজা হয়৷ কয়েকবছর ধরে তা বন্ধ রয়েছে৷ তাই রবিবার থেকে পুজোর আয়োজন করা হয়েছে ওখানে। খোদ হাসপাতাল চত্বরে ভুতের আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই নিয়ে আমরা ফোনে কথা বলেছিলাম হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাসের সঙ্গে৷ তিনি জানান তার এই ধরনের ঘটনা জানা নেই৷ আর যারা পুজো অর্চনা করছে তাদের মানসিক সমস্যা আছে৷ চিকিৎসার প্রয়োজন। পুজোর ব্যাপারে আমার কোনও অনুমতি নেওয়া হয়নি৷ তবে বিষয়টি সামনে আসতেই সংশ্লিষ্ট এলাকায় পুজো দেখতে ভিড় জমছে মানুষের৷