কলকাতা: শেষ হল এক অধ্যায়। বন্ধ হল উত্তর কলকাতার ৮৮ বছরের পুরনো সিনেমা হল ‘মিত্রা’। ব্যায় বহন করতে না পেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মিত্রা সিনেমা হল কর্তৃপক্ষ। মালিকপক্ষ জানায়, সিঙ্গল স্ক্রিনে এখন ভিড় হয় না। লাভ তো দূর, খরচ চালানোই কঠিন।
শেষ পর্যন্ত তাই বন্ধের সিদ্ধান্তই নেওয়া হয়। শনিবারই শেষবারের মতো ছবি প্রদর্শিত হয়েছে। হল ভেঙে শপিং মল তৈরি হবে বলে জানা গিয়েছে। ১৯৩১ সালে স্থাপিত এই হলের প্রথমে নাম ছিল চিত্রা সিনেমা হল। পরে হাত বদল হওয়ায় নাম পালটে হয় মিত্রা সিনেমা। বহু ব্লকবাস্টার ছবি প্রদর্শিত হয়েছে এখানে। এত পুরনো সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় ব্যথিত বহু প্রবীণ নাগরিক