বচসার জেরে কেন্দ্রীয় বাহিনীর শিবিরে চলল গুলি, মৃত জওয়ান

উলুবেড়িয়া : সেনা জওয়ানদের শিবিরে আচমকা গুলি। মৃত্যু হল এক জওয়ানের। আহত ২। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বাগনান বাঙালপুরে। সেখানকার জ্যোতির্ময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে সিআরপিএফ জওয়ানদের শিবির ছিল। বৃহস্পতিবার সকালে, পানীয় জল নিয়ে শিবিরে বচসা বাধে বলে সূত্রের খবর। অভিযোগ, লক্ষ্মীকান্ত বর্মন নামে এক জওয়ান আচমকা গুলি চালাতে শুরু করেন। মোট ১৮ রাউন্ড গুলি

বচসার জেরে কেন্দ্রীয় বাহিনীর শিবিরে চলল গুলি, মৃত জওয়ান

উলুবেড়িয়া : সেনা জওয়ানদের শিবিরে আচমকা গুলি। মৃত্যু হল এক জওয়ানের। আহত ২। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বাগনান বাঙালপুরে। সেখানকার জ্যোতির্ময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে সিআরপিএফ জওয়ানদের শিবির ছিল।

বৃহস্পতিবার সকালে, পানীয় জল নিয়ে শিবিরে বচসা বাধে বলে সূত্রের খবর। অভিযোগ, লক্ষ্মীকান্ত বর্মন নামে এক জওয়ান আচমকা গুলি চালাতে শুরু করেন। মোট ১৮ রাউন্ড গুলি চলে। ঘটনায় অসম ব্যাটালিয়ানের ভোলানাথ দাস নামে এক জওয়ানের মৃত্যু হয়।

অনিল রাজবংশী, রন্টুমণি বোধক নামে দুজন আহত হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিস। মোতায়েন করা হয় বিশাল বাহিনী ও ব়্যাফ। অভিযুক্ত লক্ষ্মীকান্ত বর্মনকে আটক করা হয়েছে। কিন্তু কী কারণে তিনি গুলি চালিয়েছেন তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + twelve =