বাংলায় ৩০০ বেডের দ্বিতীয় করোনা চিকিৎসাকেন্দ্র গড়ছে মমতা সরকার!

বাংলায় ৩০০ বেডের দ্বিতীয় করোনা চিকিৎসাকেন্দ্র গড়ছে মমতা সরকার!

42a340449723e3cae5df57b6222fc349

কলকাতা: করোনা মোকাবিলায় রাজ্যে আরও একটি পৃথক হাসপাতাল নির্মাণের প্রস্তুতি শুরু করল নবান্ন৷ নিউটাউনে কোয়ারেন্টাইন সেন্টারে এখন থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হিসাবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করল রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ ৫০ জনের একটি মেডিক্যাল দল তৈরি করে ৩০০ বেডের হাসপাতাল নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে৷

রাজ্য স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত সূত্রে খবর, নিউটাউনের যে কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে যেখানে ৩০০ বেডের  ব্যবস্থা করা হবে৷ ওই সরকারি কোয়ারেন্টাইনে সন্দেহভাজন করোনা আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণে রাখা হচ্ছিল৷ চলানো হচ্ছিল সরকারি পর্যাবেক্ষণ৷

জানা গিয়েছে, রাজারহাটের ওই কোয়ারেন্টাইনের পরিকাঠামো বিস্তার করে এখন থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে৷ আর সেই মর্মে স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যেই ৫০ জনের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে৷ইতিমধ্যেই সুপার নিয়োগও করা হয়েছে৷

ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পরিকাঠামো গড়ে তোলা হয়েছে৷ রাজ্য তথা দেশে এই প্রথম করোনা রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ আগামী বুধবার আগামী শুরু হবে কাজ৷ ধাপে ধাপে ৩০০০ বেডে পরিষেবা মিলবে৷ শনিবার থেকে রোগী ভর্তীর কাজ শুরু হবে৷

কলকাতা মেডিকেল কলেজের পাশাপাশি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা রাজারহাটের কোয়ারেন্টাইনে পরিকাঠামো ব্যবহার করে করোনা চিকিৎসা কেন্দ্র হিসাবে গড়তে চলেছে স্বাস্থ্য দপ্তর৷ একই সঙ্গে বেলেঘাটা আইডি হাসপতালেও পরিকাঠামো বাড়ানো হচ্ছে৷ যদিও পর্যপ্ত সুরক্ষার দাবি আজ দুপুরে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশো স্বাস্থ্যকর্মী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *