কনটেনমেন্ট জোনে হবে না কোনও পরীক্ষাকেন্দ্র, নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

কনটেনমেন্ট জোনে হবে না কোনও পরীক্ষাকেন্দ্র, নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

1f63083e229818e2df564cfe3d7d9c77

কলকাতা:  স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুসারে বর্তমান করোনা পরিস্থিতিতে বিবেচনা করে আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷   

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোভিড পরিস্থিতিতে নির্দিষ্ট গাইডলাইন ও প্রোটোকল মেনে চলবে স্কুলের প্রশাসনিক বিভাগ, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, সাফাই করার কাজ, জল সরবরাহ, সিকিউরিটি, মিড ডে মিল বিতরণের কাজ৷ স্থানীয় পরিস্থিতির বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন প্রতিষ্ঠানের প্রধানরা৷ 

এদিকে, ইতিমধ্যেই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার দিন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ৷ সংশ্লিষ্ট স্কুল, পরীক্ষা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-অশিক্ষক কর্মীদের উপর বিধি নিষেধ লাগু করা হবে না বলে জানানো হয়েছে৷ নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হবে বলেও জানানো হয়েছে৷     

124a91c9aae64449456501b1198e1f30

 

বলা হয়েছে, কোনও কনটেনমেন্ট জোনে পরীক্ষা কেন্দ্রের অনুমতি দেওয়া হবে না৷ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে হোটেলও৷ নির্দিষ্ট প্রোটোকল মেনে বিদেশি ছাত্র যাঁরা স্কুলের হোস্টেলেই রয়েছে, তাঁদের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করবে স্কুলগুলি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *