বাঁকুড়া: করোনা আবহে দেড় বছরের বেশী সময় সমস্ত ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অবশেষে কোভিড বিধি মেনে আগামী ১৬ নভেম্বর খুলতে চলেছে স্কুল-কলেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় খুশীর হাওয়া শিক্ষক-অভিভাবক থেকে ছাত্র ছাত্রী সব মহলেই। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ইতিমধ্যে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, নতুন করে ছাত্র ছাত্রীরা ক্ষতির মুখে পড়ুক চাইছেন না কেউই। তবে তার মধ্যেও এখনই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।
একাদশ শ্রেণির ছাত্র অঙ্কন চন্দ্র, দেবার্পণ গঙ্গোপাধ্যায়ের বলেন, ‘‘দশম শ্রেণির পড়াশুনো পুরোটাই কেটেছে ফোনের মাধ্যমে। কিন্তু অন লাইনে পড়াশুনার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বিষয় সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তবে স্কুল চালু হচ্ছে৷ ফলে আর সেই সমস্যা থাকবে না’’
বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা করবী চট্টোপাধ্যায় স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘অতিমারীর কারণে ১৯ মাস স্কুল বন্ধ ছিল। আমাদের মতো দেশে অনলাইন শিক্ষা ব্যবস্থার সুযোগ সর্বস্তরের ছাত্র ছাত্রীরা গ্রহণ করতে পারেনা। কোভিড বিধি মেনে ফের মুখোমুখি শিক্ষাদান ব্যবস্থা চালু হলে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে৷’’
যদিও অভিভাবক জয়দেব চন্দ্র এক্ষুনি স্কুল খোলার সিদ্ধান্ত সঠিক নয় বলেই মনে করেন। তাঁর কথায়, ‘‘তৃতীয় ঢেউ আসছে। ভ্যাকসিনেশনের সম্পূর্ণ হল না। সকলের ভ্যাকসিনিশন সম্পূর্ণ করে, সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেই স্কুল খোলা উচিৎ৷’’ একই মত এলাকার আরও অনেক অভিভাবকদের৷ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা নেতা আশিস পাণ্ডে স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সময়ে ছাত্র ছাত্রীদের প্রচুর ক্ষতি হয়েছে৷ আরও দেরি হলে আরও ক্ষতি হবে। এই বিষয়টা ভেবে আমরা উদ্বেগে আছি। স্বাস্থ্যবিধি মেনে, ভ্যাকসিনেশান সম্পূর্ণ করে দ্রুততার সঙ্গে স্কুল খোলা সিদ্ধান্তকে স্বাগত৷