স্কুল ছুটি দিয়ে চলছে বিয়ের আসর, লাটে পঠন-পাঠন

স্কুল ছুটি দিয়ে চলছে বিয়ের আসর, লাটে পঠন-পাঠন

বারাসত: স্কুল ছুটি দিয়ে বিয়ের আয়োজন৷ লাটে পঠনপাঠন৷ স্থানীয় ব্যবসায়ীর মেয়ের বিয়ের কারণে স্কুলে মিড-ডে মিলের ব্যবস্থা না করে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার স্কুলের৷

জানা গিয়েছে, স্কুল ছুটি আজ সকাল থেকে বিয়ের খাওয়াদাওয়ার আয়োজন করা হয়৷ স্কুলের মাঠজু়ড়ে প্যান্ডেল করে চলছে বিয়ের আসর৷ স্কুলের মধ্যেই চলছে অতিথিদের আপ্যায়নের জন্য রান্নার কাজ৷ বিয়ের অনুষ্ঠানের কারণে ক্লাস করে ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুলে৷ বুধবার ঠাকুরনগর বড়া কৃষ্ণনগর সহদের শিশুশিক্ষা নিকেতন স্কুলের এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

এদিন দুপুরে স্কুলে গিয়ে দেখা যায়, হাফ স্কুল করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুল মাঠ জুড়ে করা হয়েছে বিয়ের প্যান্ডেল‌৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা পীযূষ কান্তি মণ্ডল নামের স্থানীয় ব্যবসায়ীর মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে স্কুলে মাঠে৷ আর সেই কারণেই স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়৷

বিয়ের অনুষ্ঠানের জন্য স্কুলের কোনও অনুমতি নেওয়া হয়েছিল কি না, সেবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন  ব্যবসায়ী ও স্কুলের শিক্ষকরা৷ প্রাথমিকভাবে তাঁদের সাফাই, স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ মেম্বারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে৷ যদিও সেই বিষয়ে একে অপরের দোষ চাপাচ্ছেন মেম্বার ও স্কুল কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =