কলকাতা: সম্প্রতি পোলবায় মর্মান্তিক পুলকার দুর্ঘটনায় ছোট্ট ঋষভের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে, কথামতই মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই পুলকার নিয়ে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। স্কুল পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে পুলকার নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফসরকারি থেকে বেসরকারি সমস্ত স্কুলগুলির জন্য এই নির্দেশিকায় কয়েকটি গাইডলাইন দেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুসারে- স্কুলগুলির নিজস্ব পুলকার হোক বা কোনো সংস্থা থেকে ভাড়া করা, সবক্ষেত্রেই ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক এবং এই সার্টিফিকেটের কপি সেই পুলকারের সামনের দিকে (উইন্ডো স্ক্রিন) কাঁচে লাগানো থাকবে। প্রামাণ্য নথি সহ পুলকার চালকের বিশদ স্কুল কর্তৃপক্ষের কাছে রাখতে হবে। পুলকারগুলি নির্ধারিত বহন ক্ষমতার বেশি পড়ুয়াদের গাড়িতে তুলতে পারবে না।
সমস্ত পুলকার চালককে নির্দিষ্ট গতি এবং রাস্তার সুরক্ষা আইন মেনে চলতে হবে। অভিভাবকরা নিজেদের গাড়িতে বাচ্চাদের স্কুলে পাঠালে সেই গাড়িটিকেও এই সমস্ত নিয়ম মেনে চলতে হবে। সমস্ত জেলা পরিদর্শককে তাদের অধীনস্থ স্কুলগুলির ক্ষেত্রে এই বাধ্যতামূলক নিয়ম বিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দিতে হবে এবং নিয়মিত নজরদারি চালিয়ে যেতে হবে।