বাংলার নামী স্কুল-কলেজে হেরোইন বিক্রির রমরমা

কলকাতা: নামী স্কুল-কলেজের পড়ুয়াদের কাছে নিষিদ্ধ মাদক সরবরাহের মূল পাণ্ডা সাবিনা বিবিকে প্রগতি ময়দান থানা এলাকা থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৬০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে দাবি পুলিসের। তার সহযোগী বাপি মোল্লাকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তল্লাশি চালনোর সময় গোয়েন্দাদের জালে ধরা

বাংলার নামী স্কুল-কলেজে হেরোইন বিক্রির রমরমা

কলকাতা: নামী স্কুল-কলেজের পড়ুয়াদের কাছে নিষিদ্ধ মাদক সরবরাহের মূল পাণ্ডা সাবিনা বিবিকে প্রগতি ময়দান থানা এলাকা থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৬০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে দাবি পুলিসের। তার সহযোগী বাপি মোল্লাকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তল্লাশি চালনোর সময় গোয়েন্দাদের জালে ধরা পড়ে এই দু’জন। কয়েকদিন আগে গাঁজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিস। তাকে জেরা করে জানা যায়, কলকাতার বেশ কিছু নামী স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা তা কিনছে। সেখান থেকেই সন্দেহের সূত্রপাত। গোয়েন্দারা আশঙ্কা করছিলেন, শুধু গাঁজা নয়, হেরোইন থেকে শুরু করে অন্যান্য মাদকও তাদের হাতে যাচ্ছে।

জানা যায়, সাবিনা বিবি নামে এক মহিলা কলকাতায় হেরোইনের কারবার চালাচ্ছে। প্রগতি ময়দান থানা এলাকায় তার ডেরা। তার মাধ্যমে মাদক যাচ্ছে শহরের অন্যান্য মাদক ব্যবসায়ীদের কাছে। সাবিনার শাগরেদ বাপি তা পৌঁছে দিয়ে আসছে। এরপরই প্রগতি ময়দান এলাকায় তল্লাশি চালিয়ে সাবিনা ও বাপিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মিলেছে হেরোইনের ৪৩০০টি পুরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =