প্রৌঢ়ের জমি দখলের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

কৃৃষ্ণনগর: প্রৌঢ়ের জমি দখলের চেষ্টার অভিযোগ শাসকদলের একাংশের বিরুদ্ধে। নদিয়ার তাহেরপুরের কৃষ্ণচকপুর গ্রামের বাসিন্দা ৬২ বছরের মৃত্যুঞ্জয় গোস্বামী। মৃত্যুঞ্জয় ও তাঁর দাদার প্রায় ৪ বিঘা ১৩ কাঠা জমি রয়েছে। ওই জমি বর্তমানে মৃত্যুঞ্জয় গোস্বামীই দেখভাল করেন। অভিযোগ, রবিবার বিকেলে জমিতে কাজ করতে গেলে প্রৌঢ়ের উপর চড়াও হন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা দাসের স্বামী জানকীকান্ত

প্রৌঢ়ের জমি দখলের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

কৃৃষ্ণনগর: প্রৌঢ়ের জমি দখলের চেষ্টার অভিযোগ শাসকদলের একাংশের বিরুদ্ধে। নদিয়ার তাহেরপুরের কৃষ্ণচকপুর গ্রামের বাসিন্দা ৬২ বছরের মৃত্যুঞ্জয় গোস্বামী। মৃত্যুঞ্জয় ও তাঁর দাদার প্রায় ৪ বিঘা ১৩ কাঠা জমি রয়েছে। ওই জমি বর্তমানে মৃত্যুঞ্জয় গোস্বামীই দেখভাল করেন। অভিযোগ, রবিবার বিকেলে জমিতে কাজ করতে গেলে প্রৌঢ়ের উপর চড়াও হন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা দাসের স্বামী জানকীকান্ত দাস ও তাঁর অনুগামীরা। মারধর করা হয় ওই মৃত্যুঞ্জয়কে। আহত অবস্থায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তাহেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, বিষয়টিকে পারিবারিক বিবাদ বলে এড়িয়ে গিয়েছেন প্রধানের স্বামী অভিযুক্ত জানকীকান্ত দাস। দীর্ঘদিন ধরেই চাষের জমিটি দখল করার জন্য শাসকদলের একাংশ চেষ্টা চালাচ্ছে বলে প্রৌঢ়ের অভিযোগ। জেলাশাসক থেকে জেলার বিভিন্ন সরকারি দফতরে লিখিত অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। পুলিস বা সরকারি কোনও সাহায্য পাননি। তারপর ফের রবিবারের এই হামলা বলে অভিযোগ মৃত্যুঞ্জয়ের। ঘটনায় প্রশ্ন উঠছে পুলিস ও প্রশাসনের ভূমিকা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =