শিক্ষক দিবসের অনুষ্ঠানেও শাসকের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

শিক্ষক দিবসের অনুষ্ঠানেও শাসকের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

বারাসত: শিক্ষক দিবস পাল্টা শিক্ষক দিবস৷  তৃণমূলের শিক্ষক সমিতির দুটি গোষ্ঠীর দ্বন্দ্ব চরমে। ফলে উত্তর ২৪ পরগণায় ক্রমেই বাড়ছে শাসকের অন্দরের রাজনৈতিক পারদ৷ 

শনিবার মধ‍্যমগ্রাম নজরুল মঞ্চে বর্তমান সভাপতি সম্রাট চট্টোপাধ্যায়ের পক্ষে দাঁড়াতে দেখা গিয়েছিল সাংসদ সৌগত রায় এবং বিধানসভা চিফ হুইপ নির্মল ঘোষকে৷ প্রকাশ্য মঞ্চ থেকে একদিকে তাকে সমর্থন করে অন্যদিকে রবিবারের শিক্ষক দিবসের অনুষ্ঠানকে অবৈধ বলে প্রকাশ্যেই তিরষ্কার করেছিলেন তাঁরা৷

ঘটনাচক্রে শনিবারের মঞ্চে উপস্থিত বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকারকে  রবিবারের পাল্টা কর্মসূচির মঞ্চেও দেখা যায়৷ এছাড়াও  দেগঙ্গার বিধায়িকা রহমা মণ্ডল এবং আমডাঙা বিধায়ক রফিকার রহমান পাল্টা শিক্ষক দিবস মঞ্চে উপস্থিত ছিল। সাংবাদিকদের প্রশ্নে এড়াতে কার্যত দৌড়ে পালায় আলোরানি এবং রহিমা মণ্ডল। শিক্ষকদের মধ‍্যে যেভাবে গোষ্ঠী দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে তাতে স্কুলে পঠন পাঠন কতটা হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে। মন্ত্রী  জ‍্যোতিপ্রিয় মল্লিকের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসেনি।

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই শাসকদলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের দুটি গোষ্টীর মধ্যে টানাপোড়েন চলছে উত্তর ২৪ পরগনা জেলায়। শনিবার মধ্যমগ্রামের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক দিবস উদযাপন। সেখানে একই জেলায় দলের শিক্ষকদের দুটি সংগঠন কি করে থাকে, তা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলে দলের সাংসদ-অধ্যাপক সৌগত রায় জানান, বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলবেন৷

এরপরই রবিবার সকালে দেখা গেল বারাসত বিদ্যাসাগর সভাগৃহে নবনিযুক্ত সভাপতি তথা DPSC চেয়ারম্যান দেবব্রত সরকারের নেতৃত্বে শিক্ষক দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী ও বনমন্ত্রী আসার কথা থাকলেও কাউকেই দেখা যায়নি সভাগৃহে। এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, চার মাস আগে উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তাকে এই পদে নিযুক্ত করেন এবং তৃণমূলের মাদার কমিটি তাঁকে এই পদে দায়িত্ব দেয়৷

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদেও রয়েছেন দেবব্রতবাবু৷ স্বভাবতই প্রশ্ন উঠছে, দলের অন্দরে যেখানে ‘এক ব্যক্তি এক পদ’ সেখানে তিনি একাধিক পদে থাকেন কি করে? দেবব্রতবাবু অবশ্য বলেন, ‘‘DPSC চেয়ারম্যানের পদ পাওয়ার আগে থেকেই এই সংগঠনের সভাপতি পদে রয়েছি৷’’ অপর অংশের মতে, আগের কথা চলবে না৷ এখন নতুন নিয়মে দুটি পদে থাকা যাবে না৷ তারই জেরে চরমে দুই সংগঠনের দ্বন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + four =