কলকাতা: পিআরটি স্কেলের দাবিতে শুরু হওয়া আন্দোলন ভাঙতে সরকার প্রতিহিংসামূলক বদলির আশ্রয় নিয়েছে। এই অভিযোগ করে শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত প্রতিবাদ মিছিল করে একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন। এই সংগঠনের দাবি, বেছে বেছে তাদের সমর্থক শিক্ষক এবং নেতাদের বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে বদলি করা হচ্ছে। এমনকী, শিক্ষিকাদেরও রেহাই দেওয়া হচ্ছে না। কোনও শিক্ষিকাকে বাড়ি থেকে আড়াইশো কিলোমিটার দূরে বদলি করা হয়েছে, এমন নজিরও রয়েছে।
মিছিলটি আর আর অ্যাভিনিউতে আসার পর একটি সংক্ষিপ্ত সভাও হয়। নেতাদের বক্তব্য, তাঁরা ব়্যাশনালাইজেশনের জন্য বদলির বিপক্ষে নন। কিন্তু পুরনো স্কুল থেকে কয়েকশো কিলোমিটার দূরে যেভাবে তাঁদের বদলি করা হচ্ছে, সেটারই বিরোধিতা করছেন। আবার, অনেক শিক্ষক নেতা বিকাশ ভবনের ঘনিষ্ঠ হওয়ার কারণে দীর্ঘদিন ধরে স্কুলে না গিয়েও বদলির আওতায় আসছেন না। তাঁরা আরও একটি গুরুতর অভিযোগ তুলেছেন। যে বদলির চিঠি তাঁদের দেওয়া হচ্ছে, তার বয়ানে উল্লেখ থাকছে, সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকার আবেদনের ভিত্তিতে এই বদলি করা হচ্ছে। কিন্তু এই ধরনের বদলি কোনও শিক্ষক বা শিক্ষিকার আবেদনের ভিত্তিতে হচ্ছে না। এটা শিক্ষা দপ্তরের সুপারিশেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যকর করছে। চিঠিও তারাই পাঠাচ্ছে।