ব্যারাকপুর: বাংলার শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো৷ আর দুর্গা পুজো শুরু হতে বাকি মাত্র কটা দিন। কোথাও আবার পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। কিন্তু করোনা মহামারীতে সেই উৎসবে ভাটা পড়েছে। সেই সঙ্গে করোনা পরিস্থিতিতে পুজোতেও মেনে চলতে হবে এক গুচ্ছ বিধি নিষেধ।
আজ সেই সব কথা মাথায় রেখে ও ব্যারাকপুর বাসীদের পুজোতে সম্পূর্ণ সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিস থেকে নিয়ম মেনে পুজো পথনির্দেশ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা। পুজোর সময় বাসিন্দাদের যাতে কোন অসুবিধা না হয় তাই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে থাকবে সিভিল ডিফেন্সের কর্মীরা৷ চারটি লঞ্চ থাকবে রিভার পেট্রলিংয়ের জন্য, জায়গায় জায়গায় নাকা চেকিং সহ নিরাপত্তাকে আরো জোরাল করতে একগুচ্ছ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
সেই সঙ্গে ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুজোতে করোনা যাতে না বাড়ে তাই সব সরকারি নিয়ম মেনে পুজো করা, দূর থেকে ঠাকুর দেখা, মন্ডবে দুটি ভ্যাকসিন নিয়ে ঢোকার মত সমস্ত বিধি নিষেধ মানতে হবে বলে কড়া নির্দেশ জারি করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে৷ প্রসঙ্গত, এদিনই কলকাতা হাইকোর্টের তরফ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো ভ্যাকসিন থাকলে তবেই ঢোকা যাবে মণ্ডপে কিংবা সিঁদুর খেলায় অংশ নিতে গেলেও বাধ্যতামূলকভাবে নিতে হবে দুটি ডোজ৷