বজবজ: বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হাজী মহম্মদ মহসিন রোডের একটি পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে গুরুতর আহত হয় গোলাম মেহেবুব(৪৪)৷ যিনি এলাকায় পাগলা দিলীপ নামেই পরিচিত। পরে গোলামকে বজবজ পৌর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রেরব খবর, গোলাম তার দাদার কাছে থাকলেও বেশিরভাগ সময়ই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের টালির চাল ভেঙে পড়ে। ঘটনাস্থলে ডিএসপি (শিল্প) নিরুপম ঘোষের নেতৃত্বে বজবজ থানার বিশাল পুলিশবাহিনী এসে উপস্থিত হওয়ার পাশাপাশি, প্রত্যক্ষদর্শী আশেপাশের লোকজন কে জিজ্ঞাসাবাদ করে সেইসময় ঠিক কি ঘটনা ঘটেছিল তা বোঝার চেষ্টা করছেন। বজবজ থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সমগ্র ঘটনায় বজবজ পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান লুৎফার হোসেন জানান,‘‘ কে বা করা এই ঘটনায় জড়িত বা কি কারনে বিস্ফোরণ তা তদন্ত সাপেক্ষ ব্যাপার।’’
অন্যদিকে এদিনই পূর্ব মেদিনীপুরের ময়নায় উদ্ধার ৩৩ পিস তাজা বোমা৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের সদস্যরা৷ জানা গিয়েছে, ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোবরাদান এলাকা থেকে উদ্ধার হয় ৩৩ পিস তাজা বোমা। ময়নার বাগচা এলাকার গোবরাদান গ্রামের একটি পরিত্যক্ত জায়গায় খালের পাশে রাখা ছিল বোমা গুলি। গোপন সূত্রে খবর পেয়ে বোমা গুলি উদ্ধার করে ময়না থানার পুলিশ। শুক্রবার ময়না থানার পুলিশ ও বোম্ব স্কোয়াড ময়না রাজবাড়ী সংলগ্ন একটি ফাঁকা জায়গায় বোমা গুলিকে নিষ্ক্রিয় করে। তবে এলাকায় কিভাবে এত পরিমান বোমা এল, আরা কারা এই বোমা গুলি রাখল তা খতিয়ে দেখছে পুলিশ।