পুলিশের গাড়ি দেখে পালাল ডাকাতদল, বানচাল বড়সড় ডাকাতির ছক

পুলিশের গাড়ি দেখে পালাল ডাকাতদল, বানচাল বড়সড় ডাকাতির ছক

কলকাতা: ডাকাতি করা আর হল না৷ মাঝপথে পুলিশের গাড়ি দেখে ভয়ে গাড়ি ছেড়ে পালাল দুষ্কৃতীরা৷ বাকিরা পালালেও এক দুষ্কৃতীকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ৷ শনিবার গভীর রাতে টহলদারি করার সময় নারায়ণপুর থানার অন্তর্গত দোন্নগর কাছে ঘটনাটি ঘটে৷ যার জেরে পুজোর মরসুমে বড়োসড়ো ডাকাতির ছক বানচাল হল বলেই মত স্থানীয়দের৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে টহলদারি করার সময় নারায়ণপুর থানার অন্তর্গত দোন্নগর কাছে পুলিশের গাড়ি সামনে চলে আসে একটি ১০৭ গাড়ি। এরপরই পুলিশের গাড়ি দেখে ভয়ে গাড়ি থেকে নেমে ডাকাতেরা পালিয়ে যায়৷ পালিয়ে যায় চালকও৷ তবে পিছু ধাওয়া করে একজনকে গ্রেফতার করে পুলিশ৷ থামিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় এলাকায় ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হাসান লস্কর (২১)৷  দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ভোজালি, কাস্তে, লোহার রড সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার হয়েছে। আজ বারাকপুর আদালতের তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে নারায়নপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতকে হেফাজতে পেলে বাকিদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে৷

প্রসঙ্গত, সম্প্রতি এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন৷ তাঁদের মতে, লকডাউনে কাজ হারিয়েছেন অনেকে৷ তারই জেরে ডাকাতির উৎপাত বেড়েছে৷ অন্যদিকে ধৃতকে জেরা করে চক্রের বাকিদের খোঁজ পেলে অন্যান্য ডাকাতির ঘটনারও কিনারা করা সম্ভব হবে বলে মনে করছেন পুলিশের আধিকারিকেরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =