গাঁজা কেসে ‘ফাঁসিয়ে’ দেওয়া ধৃত বিজেপি কর্মীর মুক্তি

সংবাদ মাধ্যমের খবরের জের। ছেড়ে দেওয়া হল বোলপুরের বিজেপি কর্মীকে। শুক্রবার চাঞ্চল্যকর ছবি আসে সংবাদ মাধ্যমের হাতে। ছবিতে দেখা যায় বীরভূম বোলপুরের ১ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন এক পুলিস কর্মী। অভিযোগ, ওঠে ভোট প্রচারে গিয়ে ভোটারদের টাকা বিলি করছে বিজেপি। বোলপুর থানার আইসি গিয়ে অভিযুক্ত বিজেপি কর্মীকে গাঁজা,

bc68695afc0914ef63821b63a7283813

গাঁজা কেসে ‘ফাঁসিয়ে’ দেওয়া ধৃত বিজেপি কর্মীর মুক্তি

সংবাদ মাধ্যমের খবরের জের। ছেড়ে দেওয়া হল বোলপুরের বিজেপি কর্মীকে। শুক্রবার চাঞ্চল্যকর ছবি আসে সংবাদ মাধ্যমের হাতে। ছবিতে দেখা যায় বীরভূম বোলপুরের ১ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন এক পুলিস কর্মী।

অভিযোগ, ওঠে ভোট প্রচারে গিয়ে ভোটারদের টাকা বিলি করছে বিজেপি। বোলপুর থানার আইসি গিয়ে অভিযুক্ত বিজেপি কর্মীকে গাঁজা, মদ সহ একাধিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। পরে পুলিসকে মারার অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি কর্মীকে। খবর প্রচারিত হতেই শনিবার সকালে ছেড়ে দেওয়া হয় বিজেপি নেতাকে। যদিও টাকা বিলি সহ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুরো ঘটনা তৃণমূলের চক্রান্ত বলেও অভিযোগ বিজেপির। ঘটনায় পুলিসের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *