বাংলায় ফের রেকর্ড সংক্রমণ, বাড়ছে আক্রান্ত ও সুস্থতার হার

বাংলায় ফের রেকর্ড সংক্রমণ, বাড়ছে আক্রান্ত ও সুস্থতার হার

কলকাতা:  বাংলায় রেকর্ড পরিমাণ করোনায় আক্রান্ত। শুক্রবার সকাল নটা পর্যন্ত রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  যার ফলে বাংলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ১৯০ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জন করোনায় মারা গিয়েছেন।

বাংলায় গত ২৪ ঘণ্টায় কলকাতায় তিন জন করোনায় মারা গিয়েছেন। বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৬ জন। তারমধ্যে ৩৫৪ জন কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।উত্তর ২৪ পরগণা, হাওড়ায় করোনায় মৃত্যুর হার অনেকটা বেশি। তবে বাংলায় যাঁরা করোনায় মারা গিয়েছেন, তাঁদের বেশিরভাগ ক্রনিক রোগে ভুগছিলেন। চিকিত্সকরা জানিয়েছেন, এত পরে রোগীরা আসছেন, তাঁদের চিকিত্সা করার সময় পাওয়া যাচ্ছে না। তাঁর আগেই মারা যাচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় বাংলায় ৩৪৫ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রাজ্যে করোনায় সুস্থ হয়ে উঠেছঠেন ১০,৫৩৫ জন। সুস্থের হার ৬৫.০৭ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ৯,৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করা হলো স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =