ভূত তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ তান্ত্রিকের

জলপাইগুড়ি: ভূত তাড়ানোর নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ স্বঘোষিত তান্ত্রিকের বিরুদ্ধে৷ ভণ্ড তান্ত্রিকের কীর্তি জানাজানি হতেই গ্রামবাসীরা অভিযুক্তকে আটকে মারধর শুরু করে৷ পরে পুলিশ পৌঁছে পরিতোষ রায় নামে ওই স্বঘোষিত তান্ত্রিককে গ্রেপ্তার করে৷ পরিবারিক কুসংস্কারের শিকার হওয়া ওই কিশোরীর নির্যাতনের খবর প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন ধূপগুড়ির বিধায়ক

ভূত তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ তান্ত্রিকের

জলপাইগুড়ি: ভূত তাড়ানোর নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ স্বঘোষিত তান্ত্রিকের বিরুদ্ধে৷ ভণ্ড তান্ত্রিকের কীর্তি জানাজানি হতেই গ্রামবাসীরা অভিযুক্তকে আটকে মারধর শুরু করে৷ পরে পুলিশ পৌঁছে পরিতোষ রায় নামে ওই স্বঘোষিত তান্ত্রিককে গ্রেপ্তার করে৷

পরিবারিক কুসংস্কারের শিকার হওয়া ওই কিশোরীর নির্যাতনের খবর প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছেন ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়৷ বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনগুলিও সরব হয়েছেন৷ নির্যাতিতা কিশোরীর মেডিক্যাল টেস্ট করিয়েছে পুলিশ৷ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলাও রুজু করছে ধূপগুড়ি থানা পুলিশ৷ কৃতকর্মের জন্য অবশ্য আফশোস নেই অভিযুক্তের৷ সংবাদমাধ্যমের স্বঘোষিত তান্ত্রিকের মন্তব্য, ‘‘যা করেছি, দেবতার আদেশে করেছি৷ এতে অন্যায় নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + twelve =