পুজোর আনন্দে জল ঢেলে বর্ষার তাণ্ডব বাংলায়

কলকাতা: পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস৷ এখন দোসর হয়ে দেখা দিয়েছে বজ্রগর্ভ মেঘ৷ ফলে আজ সকাল থেকেই দফায় দফায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত৷ উৎসবের মুখে আবহাওয়ার এই খামখেয়ালি দেখে মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের৷ আকাশ জুড়ে মেঘের ভ্রুকুটি আর ঘনঘন বজ্রপাতে চোখরাঙানি উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে৷ কিন্তু আগামী

পুজোর আনন্দে জল ঢেলে বর্ষার তাণ্ডব বাংলায়

কলকাতা: পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস৷ এখন দোসর হয়ে দেখা দিয়েছে বজ্রগর্ভ মেঘ৷ ফলে আজ সকাল থেকেই দফায় দফায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত৷ উৎসবের মুখে আবহাওয়ার এই খামখেয়ালি দেখে মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের৷

আকাশ জুড়ে মেঘের ভ্রুকুটি আর ঘনঘন বজ্রপাতে চোখরাঙানি উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে৷ কিন্তু আগামী কয়েকদিন আবহাওয়া আরও খারাপ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে৷ এ ব্যাপারে অবশ্য খুব একটা আশার বাণী শোনাতে পারে পাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর৷ পুজোর দিন কয়েক বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস৷ আজ শুক্রবার ষষ্ঠীর দিন থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আগেই জারি হয়েছিল পূর্বাভাস৷ সেই সুবাদে আজ সকাল থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি৷

আবহাওয়াবিদদের ব্যাখ্যা, তাপমাত্রা তারতম্যের ফলে বাতাসে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকে গিয়েছে৷ তার জেরে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে৷ দিন ও রাতের তাপমাত্রা মধ্যে পার্থক্য এই অবস্থার জন্য দায়ী করেছেন আবহাওয়াবিদদের একাংশ৷ মনে করা হচ্ছে, কয়েক দিন ধরে এই অবস্থা চলবে৷ সেই মেঘ সরে যাওয়ার পরেই প্রচন্ড রোদের তাপমাত্রা আরও চড়বে৷ হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়৷

চতুর্থীর সকাল থেকে রোদ জমকালো আকাশ ছিল৷ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে৷ তবে পঞ্চমীর ভোররাত থেকেই হঠাৎ বৃষ্টিত ভিজেছে গোটা দক্ষিণবঙ্গ৷ সঙ্গে বজ্রপাত৷ বোধন লগ্নে ষষ্ঠীর দিনে একই ধারা অব্যাহত রয়েছে৷ আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি এখনও দিনকয়েক বজায় থাকবে৷ ফলে উৎসবের আনন্দ কার্যত যে মাটি করে দিচ্ছে বর্ষা, তা আর বলার অপেক্ষা রাখে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + sixteen =