কলকাতা: বছর শুরুতেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস৷ বৃষ্টির সঙ্গে ফের কমতে চলেছে শীতের দাপট৷ একই সঙ্গে নতুন বছরের দ্বিতীয় দিন থেকে টানা তিন দিনে রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে৷ বছরের প্রথম ৩ দিনে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর৷
কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ আগামিকাল সন্ধ্যা থেকে কলকাতা-সহ শহরতলীতে বৃষ্টি হতে পারে৷ আজ রাত থেকে পশ্চিমের জেলায় বৃষ্টি নামবে৷ তুষারপাতের সম্ভবনা রয়েছে দার্জিলিংয়ে৷ বৃষ্টির জেরে আকাশে মেঘ থাকায় দক্ষিণবঙ্গে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা কম৷ আগামী দু’দিন কম থাকবে শীতের দাপট৷ নতুন বছরের দ্বিতীয় দিনে তিন দিন ধরে বৃষ্টি হবে বলে জারি হয়েছে পূর্বাভাস৷ মেঘলা থাকবে আকাশ৷ তারপর আকাশ পরিষ্কার হলেই নতুন করে তাপমাত্রার পারদ খানিকটা কমারক সম্ভবনা রয়েছে৷