অবাধে চলল ছাপ্পা, বুথ থেকে ফিরে গেলেন মহিলা ভোটার

শিলিগুড়ি: ছাপ্পা ভোটের অভিযোগ উঠল বাগডোগরার অদূরে ভুজিয়াপানিতে অবস্থিত পান্থাবাড়ি জুনিয়ার বেসিক স্কুলে বুথ নং ২৫/৪৮-এ। অভিযোগ, সাধনা সিং নামক এক মহিলা ভোট না দেওয়া সত্বেও তাঁর ভোট পড়ে গিয়েছে। অন্যদিকে, শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অস্ত্রশস্ত্র থাকার অভিযোগ তুলল বিজেপি। খবর পেয়ে সেখানে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এলাকায় উত্তেজনা। বৈধ

অবাধে চলল ছাপ্পা, বুথ থেকে ফিরে গেলেন মহিলা ভোটার

শিলিগুড়ি: ছাপ্পা ভোটের অভিযোগ উঠল বাগডোগরার অদূরে ভুজিয়াপানিতে অবস্থিত পান্থাবাড়ি জুনিয়ার বেসিক স্কুলে বুথ নং ২৫/৪৮-এ। অভিযোগ, সাধনা সিং নামক এক মহিলা ভোট না দেওয়া সত্বেও তাঁর ভোট পড়ে গিয়েছে।

অন্যদিকে, শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অস্ত্রশস্ত্র থাকার অভিযোগ তুলল বিজেপি। খবর পেয়ে সেখানে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এলাকায় উত্তেজনা।

বৈধ কাগজপত্র থাকা সত্বেও ভোট কেন্দ্রে কংগ্রেসের এক পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির ব্যাঙ্গাইজোত প্রাথমিক বিদ্যালয়ে বুথ নং ২৫/২৪-এ। দলের পক্ষ থেকে ওই বুথের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করলেন দার্জিলিং জেলা কমিটির কার্যকরী সভাপতি অমিতাভ সরকার।

এতসব অভিযোগ উঠলেও ‘দ্বিতীয় দফার ভোট মোটের উপর সন্তোষজনক,’ জানালেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক৷ ভোট ঘিরে দফায় দফায় অশান্তির খবর পাওয়া গেলেও দুপুর ৩টে পর্যন্ত জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭১ শতাংশ৷ দুপুর ৩টে পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে ৬২.৩৬ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 5 =