তমলুক: বিহার, ঝাড়খণ্ড রাজ্যে যা হামেশাই ঘটে, এবার সেই ঘটনা ঘটল এরাজ্যেও৷ জেল থেকে আদালতে যাওয়ার পথে পুলিশের চলন্ত বাস থেকে লাফিয়ে পালিয়ে গেল মাদক পাচারকাণ্ডের দুই বিচারাধীন বন্দি৷ মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার ঘটনা৷ কোলাঘাট, পাঁশকুড়া, হলদিয়া সহ সমগ্র জেলার সড়ক ও নদী পথ সিল করে নাকা চেকিং শুরু করেছে পুলিশ৷ তবে চলন্ত পুলিশ গাড়ি থেকে বন্দী পালানোর ঘটনায় উঠে আসছে যোগ সাজশের প্রশ্ন৷ তবে কি সর্ষের মধ্যেই ভূত? এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি পুলিশের শীর্ষ কোনও কর্তা৷
পুলিশ সূত্রে খবর, পালানো দুই বন্দীর নাম অনিমেষ বেরা ও বিশাল দাস৷ গত বছর হলদিয়ার ব্রজলালচক থেকে মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে তাঁদেরকে গ্রেফতার করেছিল পুলিশ৷ মঙ্গলবার সকালে তাদের মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে তমলুকে নিয়ে যাওয়া হচ্ছিল৷ তারই মাঝে এই ঘটনা ঘটে৷ তমলুক আদালতের কিছুটা দূরে বিচারাধীন দুই বন্দী বাসের জানলা ভেঙে চম্পট দেয়। ফলে বন্দি ছাড়াই আদালত চত্বরে পৌঁছায় পুলিশ বাস৷ স্বাভাবিকভাবেই উঠে এসেছে একাধিক প্রশ্ন৷ যদিও এখনই এবিষয়ে মুখ খুলতে চাননি পুলিশের কোনও কর্তা৷ রীতিমতন সমগ্র জেলা সিল করে চলছে পুলিশের তল্লাশি৷