প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি মমতা? কৌশলী জবাব মুখ্যমন্ত্রীর

আজ বিকেল: মোদি জমানার অবসান ঘটিয়ে কে হবেন দেশের প্রধানমন্ত্রী? সংবাদ সংস্থা এএনআইয়ের প্রশ্নে কৌশলী জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার নবান্ন থেকে বেরনোর সময় সংবাদ সংস্থার তরফে জানতে চাওয়া হয়, তিনিই কী দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী? জবাবে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘এটা এখনও ভাবার সময় আসেনি৷ আগে ভোট আসতে দিন৷ আমরা, ঐক্যবদ্ধ ভাবে

প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি মমতা? কৌশলী জবাব মুখ্যমন্ত্রীর

আজ বিকেল: মোদি জমানার অবসান ঘটিয়ে কে হবেন দেশের প্রধানমন্ত্রী? সংবাদ সংস্থা এএনআইয়ের প্রশ্নে কৌশলী জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার নবান্ন থেকে বেরনোর সময় সংবাদ সংস্থার তরফে জানতে চাওয়া হয়, তিনিই কী দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী? জবাবে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘এটা এখনও ভাবার সময় আসেনি৷ আগে ভোট আসতে দিন৷ আমরা, ঐক্যবদ্ধ ভাবে জোট বেঁধে লড়াই করব৷ যখন সর্বদল বৈঠক হবে, তখন সমস্ত রাজনৈতিক দলগুলি যা ঠিক করবে তাই হবে৷’’ তবে, তিনি যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চান না, তা স্পষ্ট করেননি৷

পর্যবেক্ষক মহলের ধারণা, এই প্রশ্নের উত্তর স্পষ্ট না করার পেছনে বেশ কিছু কৌশল কাজ করছে তৃণমূলের অন্দরে৷ কেননা, পাঁচ রাজ্য ভাল ফলাফল করেছে বিরোধী শিবির৷ পাঁচ রাজ্যের ফলাফল দেখে লোকসভা নির্বাচনের আগে বেশ আত্মবিশ্বাসী বিরোধী শিবিরও৷ পাঁচ রাজ্যে বিজেপি হারানোর সৌজন্য রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব দেন, ডিএমকে নেতা এম কে স্ট্যালিন৷

লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর সঙ্গে জোট বেঁধে নির্বাচন লাড়াই করার কথা জানানো হলেও তৃণমূলের তরফে এম কে স্ট্যালিনের প্রস্তাবে বিরোধিতা করা হয়৷ স্ট্যালিনের এই মন্তব্যের সঙ্গে একমত হতে পারেনি তৃণমূল৷ লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর নাম ঘোষণায় আপত্তি রয়েছে তাদের। তৃণমূল কংগ্রেসের মতে, স্ট্যালিনের মন্তব্য সময়োপযোগী নয়। এতে বিরোধীরা বিভক্ত হবে। ডেরেক ও ব্রায়ানের কথায়, ভোটের পরে প্রধানমন্ত্রীর নাম ঠিক হবে, সে ব্যাপারে বিরোধীরা একমত। তেলুগু দেশমের নেতা সিএম রমেশ বলেছেন, ডিএমকে ইউপিএতে রয়েছে। তাই স্ট্যালিন ও কথা বলছেন। অন্যেরা চায়, নাম ঠিক হোক ভোটের পরে। কংগ্রেসের তরফে অবশ্য জানানো হয়েছে, তারা রাহুলের নাম ঠিক করেনি৷ ফলে, জল্পনাটা ছিলই৷ এবার সেই জল্পনা আরও উসকে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + three =