জলপাইগুড়ি: পাথর বোঝাই লরির সঙ্গে তিনটি গাড়ির দুর্ঘটনা ঘটায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৩ জনের, হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন। ধুপগুড়ির এই ঘটনায় ইতিমধ্যে টুইট করে শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দফতর। একই সঙ্গে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের এককালীন ৫০,০০০ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে দুর্ঘটনার বিষয় নিয়েও রাজনীতি করার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে ধুপগুড়ির দুর্ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে বাংলায়।
ধুপগুড়ির দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে ইতিমধ্যেই শোক জ্ঞাপন করা হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে, প্রধানমন্ত্রীজাতীয় ত্রাণ তহবিল থেকে মৃত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। এর আগেই ধুপগুড়ি দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিহতদের পরিবার এবং আহতদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই দুর্ঘটনা নিয়ে এখন তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। তৃণমূলের তরফে ইতিমধ্যেই জানানো হচ্ছে, ভোটের আগে চমক দিতেই এই ধরনের ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। এর আগে বাংলার মানুষের প্রতি এত সহানুভূতি দেখা যেত না। যদিও পিছু হটতে চাইছে না বিজেপি শিবিরও। গাফিলতির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে তারা। সূত্রের খবর, এই দুর্ঘটনার ঘটনাকে কর্মসূচি হিসেবে গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।
From the PMNRF, Ex-gratia of Rs. 2 lakh each would be given to the next of kin of those who have lost their lives due to the accident in West Bengal. Rs. 50,000 each would be given to those injured.
— PMO India (@PMOIndia) January 20, 2021
ইতিমধ্যে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকেরই অবস্থা সঙ্কটজনক। আপাতত জলপাইগুড়ি হাসপাতালে ৯ জন ভর্তি। প্রাথমিক চিকিৎসার পর ধূপগুড়ি হাসপাতাল থেকে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে যে ২ জনকে স্থানান্তরিত করা হয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে, তাদের মধ্যে সকালেই একজনের মৃত্যু হয়েছে। জানা যায় লরিটি ময়নাগুড়ির দিকে যাচ্ছিল এবং ওভারলোড বোল্ডার বোঝাই ছিল। আচমকা গাড়িটি পথচলতি তিনটি যাত্রীবাহী ছোটো গাড়ির উপর উল্টে যায়।