কলকাতা: শেষ হয়েছে দুর্গাপুজো। সামনেই দীপাবলি। কালীপুজো ও দীপাবলীতেও যাতে সমস্ত জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে, সেকারণে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও সচিবের সঙ্গে বৈঠক সারলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
একই সঙ্গে নিজের দপ্তর এবং দপ্তরের কর্মী ও আধিকারিকদের কার্যত লেটার মার্কস দিলেন মন্ত্রী। অরূপের কথায়, দুর্গাপুজো চলাকালীন দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিপর্যয় ঘটলেও পশ্চিমবঙ্গে প্রশ্নাতীত ভাবে একনাগাড়ে পরিষেবা দিয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। দুর্গাপুজোয় বিভিন্ন রাজ্যের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ ছিল না। কিন্তু পশ্চিমবঙ্গে এরকম কিছু ঘটেনি।’ এমনটাই জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
শুক্রবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও সচিবের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন সিইএসসি-র প্রতিনিধিও। বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘শারদোৎসবের মতো কালীপুজো এবং দীপাবলীতেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুজোর সময় মণ্ডপগুলির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার দিকে নজর রাখা হবে। ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হচ্ছে। আমি নিজে কন্ট্রোল রুমে থাকব।’
প্রকৃতপক্ষে বিদ্যুৎ দপ্তরের এই সাফল্য ধরে রেখে আসন্ন কালীপুজো ও আলোর উৎসবে একইভাবে কোনরকম বাধা-বিপত্তি ছাড়াই গোটা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা দিতে ইতিমধ্যেই ছক কষে মাঠে নেমে পড়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। সাধারণ মানু্ষের কাছে তিনি আবেদন করে জানান, তাঁরা যেন সচেতনভাবে উৎসবে সামিল হন। পুজো উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন,’মণ্ডপের ভেতরের ইন্টারনাল ওয়ারিং যেন পাইপের মধ্যে দিয়ে হয়। অনেক জায়গায় দাহ্য পদার্থ দিয়ে মণ্ডপ তৈরি হয়। সেক্ষেত্রে নিরাপত্তা যাতে বজায় থাকে সেদিকে নজর রাখা প্রয়োজন।’