কলকাতা: এই মুহূর্তে কর্মসংস্থান নিয়ে দেশজুড়ে মোদি সরকারের বিরুদ্ধে বড়সড় গাফিলতির অভিযোগ উঠছে৷ কারণ গত বছরের পরিসংখ্যান অনুযায়ী দেশের বেকারত্ব বিগত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে৷ সেক্ষেত্রে বিগত দু'বছর ধরেই কর্মসংস্থানের ক্ষেত্রে এগিয়ে আছে বাংলা, এই তথ্য দিচ্ছে খোদ কেন্দ্র৷ ২০১১ সালে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল যথাযথ কর্মসংস্থান৷ শহর ছাড়াও গ্রামের ক্ষেত্রেও কর্মসংস্থানে অগ্রগতি লক্ষ্য করা গেছে৷
গত আট বছরে রাজ্যে লক্ষ লক্ষ কর্মসংস্থান হয়েছে বলে বিধানসভায় এই তথ্য পেশ করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ চলতি বছরে সেই লক্ষ্যেই বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে রাজ্য৷ আগামী এপ্রিল মাসে রাজ্যে পুরভোট৷ তার আগে পুরসভা ও কর্পোরেশনের বেশ কিছু পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ মার্চের মধ্যেই কলকাতা পুরসভার বিভিন্ন ক্ষেত্রে অন্তত ১৩০০ কর্মী নিয়োগ করা হবে৷ এর মধ্যে যেমন রয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি ম্যানেজার, সার্জেন্ট, মেডিক্যাল অফিসার, ফুড সেফটি অফিসারের পদ যেমন রয়েছে, তেমনই ৮৫৮ জন মজুদর, ৯০ জন পরিবেশ বন্ধু নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
ইতিমধ্যেই এই খাতে অর্থ দপ্তরের অনুমোদনও মিলেছে৷ তবে শুধু কলকাতা পুরসভাই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় আরও ৫০টি পুরসভায় ইতিমধ্যে ২০ থেকে ২৫টি করে নতুন পদ সৃষ্টি করা হয়েছে৷ সেখানেও এই ধরনের হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ হবে৷ এর মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রের সিভিল, মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, স্যানিটরি ইন্সপেক্টর, বিল্ডিং ইন্সপেক্টর, ড্রাফটসম্যান, হেল্থ অ্যাসিস্ট্যান্ট, লাইসেন্স ইন্সপেক্টর, কালেক্টিং সরকার (রেগুলার), পাইপলাইন ইন্সপেক্টর, লাইট সুপারভাইজার, বার্নিং ঘাট রেকর্ডার অ্যাসেসর, লাইসেন্স ইন্সপেক্টর, পাম্প অপারেটর প্রভৃতি পদ৷
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পরিবহণ দপ্তরেও একাধিক পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকটি নতুন বাস রুট চালু হয়েছে৷ বেশ কয়েকটি নতুন সরকারি বাস সহ ইলেকট্রিক বাস পরিষেবার ক্ষেত্রে মোট ৮৮১ জন চালক-কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে৷ সিদ্ধান্ত অনুসারে পরিবহণ দপ্তরে চুক্তিভিত্তিক ৪৮৭ জন চালক, ৩৯৪ জন কন্ডাক্টর নিয়োগ করা হবে৷
ইতিপূর্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী বহু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজের চাহিদা এবং ধরন অনুসারে পুরসভায় বেশ কিছু পুরনো পদ যেমন বাতিল করা হচ্ছে তেমনিই ২০ থেকে ২৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে৷ বিভিন্ন ক্ষেত্র সমীক্ষা চালিয়ে এই নতুন পদগুলিতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর৷ মধ্যেই পুরসভা গুলিকে এবিষয়ে চিঠি দিয়ে শূন্য পদের তালিকা পাঠাতে বলা হয়েছে৷ কলকাতা পুরসভা সহ আরো ৫০ টি পুরসভা ইতিমধ্যেই তাদের তালিকা পাঠিয়েছে৷ তবে বেশ কিছু পৌরসভা এই তালিকা তৈরীর জন্য আরও কিছুটা সময় চেয়েছে৷ আগামী ১৫ জানুয়ারির মধ্যে পুরসভা গুলিকে তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷