শুরু হল পঞ্চম দফায় ৭ কেন্দ্র ভোটগ্রহণ

কলকাতা: আজ, সোমবার পঞ্চম দফার ভোট৷ সাতটি লোকসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ৷ প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে৷ এছাড়াও রয়েছে কুইক রেসপন্স টিম৷ গত চার দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি হয়েছিল। এবার কোনওরকম অশান্তি ছাড়া ভোট করানোই নির্বাচন কমিশনের কাছে মস্ত চ্যালেঞ্জ। সেই মতো জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে৷ রবিবার বারাসতে জেলা পুলিশ

29ee21b1f3456ea16bde7f10b6c6c25f

শুরু হল পঞ্চম দফায় ৭ কেন্দ্র ভোটগ্রহণ

কলকাতা: আজ, সোমবার পঞ্চম দফার ভোট৷ সাতটি লোকসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ৷ প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে৷ এছাড়াও রয়েছে কুইক রেসপন্স টিম৷

গত চার দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি হয়েছিল। এবার কোনওরকম অশান্তি ছাড়া ভোট করানোই নির্বাচন কমিশনের কাছে মস্ত চ্যালেঞ্জ। সেই মতো জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে৷

রবিবার বারাসতে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। ভোটের দিন কীভাবে প্রতিটি বুথে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ গত কয়েকটি ভোটে যে সমস্ত এলাকায় অশান্তি হয়েছিল, সেই জায়গাগুলির উপর বিশেষ নজর রাখতে জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিনই উলুবেড়িয়া (পূর্ব) বিধানসভার উপনির্বাচনও চলছে৷ আজ হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, বারাকপুর ও বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *