বাঁকুড়া: টেণ্ডার দুর্নীতি কাণ্ডে পুলিশি হেফাজতে থাকা বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল পুলিশ। পুলিশ সূত্রের দাবি, তদন্তে নেমে প্রাক্তন মন্ত্রী সম্পত্তির খোঁজখবর করতে গিয়ে পাশাপাশি বেশ কিছু ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তাঁরা৷ একাধিক পেট্রোল পাম্প সহ অন্যান্য সম্পত্তির সন্ধান মিলেছে বলে বিশেষ সূত্রে খবর।
পুলিশের দাবি, মাত্র চারদিনের তদন্তে এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি তাতে বড় সাফল্য মিলেছে৷ একই সঙ্গে এই বেনিয়মের কাণ্ডে যুক্ত থাকার সন্ধান মিলেছে আরও বেশ কয়কজনের। যদিও তদন্তের স্বার্থে এখনই সেই সব নাম প্রকাশ করতে রাজি নন পুলিশ কর্তারা৷ বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পূলিশের পক্ষ থেকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। সওয়াল জবাব চলছে।
গত রবিবার বিষ্ণুপুর পুরসভার টেণ্ডার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ আদালতের নির্দেশে তিনি এই মুহূর্তে পুলিশি হেফাজতে আছেন। ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে জেরা করে তদন্তকারী পুলিশ আধিকারিকদের হাতে উঠে আসে বেশ কিছু নাম। যার মধ্যে পুরসভার প্রাক্তন কর্মী ও বর্তমানে পুরসভার অস্থায়ী পদে কর্মরত, শ্যাম ঘনিষ্ট হিসেবে পরিচিত দিলীপ গরাই নামে একজনকে পুলিশ গ্রেফতার করে। একই সঙ্গে অন্যান্য পুর কর্মীরাও পুলিশি জেরার মুখে পড়তে পারেন। সেকারণেই আপাতত সমস্ত পুর কর্মীর ছুটি বাতিল করা হয়েছে৷