বিরাটি: বিরাটি বনিক মোড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ঘটনাস্থলে এলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন৷ তদন্ত স্বার্থে কিছু বলতে না চাইলেও এই খুনের ঘটনায় কিছু তথ্য এসেছে পুলিশের কাছে৷ তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিপি৷
পুলিশ সূত্রের খবর, নিহত শুভ্রজিৎ ওরফে পিকুনের শরীরে এখনও রয়েছে ৫টি গুলি৷ ময়নাতদন্তের পর এবিষয়ে বাকি তথ্য উঠে আসবে বলে জানান পুলিশ কমিশনার। ২১ জুলাইয় তৃণমূলের শহিদ দিবসের দিন বিরাটিতে গুলিবিদ্ধ হয়ে খুন হন তৃণমূল কর্মী শুভ্রজিৎ। রাত সাড়ে দশটা নাগাদ পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বাইক করে এসে তৃণমূল কর্মীর মাথায় ও বুক গুলি করে দুষ্কৃতীরা। স্থানীয় তৃণমূল সভাপতি বিধান বিশ্বাস জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকাকে অশান্ত করতে এই ঘটনা ঘটিয়েছে।
যদিও তদন্তে নেমে পুলিশ খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হতে চাইছে৷ শুধুই রাজনৈতিক কারণে নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুন তা তদন্ত করে দেখছে পুলিশ৷ পুলিশের একটি সূত্রের দাবি, ব্যবসায়িক কারণে খুনের একাধিক তথ্যও সামনে এসেছে৷ ইতিমধ্যে খুনের ঘটনায় দু’জন কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ অন্যদিকে মৃত তৃণমূল কর্মীর পরিবারের তরফে বাবুলালের নেতৃত্বে খুনের অভিযোগ আা হলেও তদন্তে নেমে পুলিশ দেখে, ঘটনার আগে বাবুলালকেও মারধর করা হয়৷ তাহলে বাবুলালকে কারা মারল? নাকি খুনে জড়িয়ে রয়েছে অন্য কোনও চক্র? জট ছাড়াতে তদন্তে সবদিকই খতিয়ে দেখছেন স্বয়ং পুলিশ কমিশনার৷