মেদিনীপুর,: খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বাংলোর সামনে থেকে গাছ বোমা উদ্ধার। শুক্রবার বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এদিন বিকেলে প্রথম বিজেপি কর্মীদের চোখে পড়ে বোমাটি বাঁধা রয়েছে দিলীপ ঘোষের বাংলোর দরজার ঠিক সামনে একটি গাছে । এর পরেই বিজেপি কর্মীরা স্থানীয় কাউন্সিলর অনুশ্রী বেহেরা এবং টাউন থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় । খড়্গপুর পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের দিলীপ ঘোষের বাংলোর ঠিক সামনে রেলওয়ে নিরাপত্তা আধিকারিকের অফিস । পাশেই রয়েছে আরপিএফ ব্যারাক । স্বভাবতই কড়া নিরাপত্তা বেষ্টনী থাকে এই এলাকায়। তা সত্ত্বেও কিভাবে কেউ বোমাটি গাছে বেঁধে দিয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে । বিজেপির অভিযোগ, শাসক দলের লোকেরাই সন্ত্রাস সৃষ্টি করার জন্য এ ধরনের ঘটনা ঘটাচ্ছে । তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য অভিযোগ অস্বীকার করেন বলেন, “ভিত্তিহীন অভিযোগ করে সহানুভূতি বা প্রচার কুড়োনোর কৌশল৷ বিজেপির এই পদ্ধতিটা অবশ্য পুরনো৷ আমাদের কোনও দরকার নেই এই ধরনের নোংরামো করার৷”
দিলীপ ঘোষকে খুনের চক্রান্ত! বাংলোর সামনে বোমা উদ্ধার
মেদিনীপুর,: খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বাংলোর সামনে থেকে গাছ বোমা উদ্ধার। শুক্রবার বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এদিন বিকেলে প্রথম বিজেপি কর্মীদের চোখে পড়ে বোমাটি বাঁধা রয়েছে দিলীপ ঘোষের বাংলোর দরজার ঠিক সামনে একটি গাছে । এর পরেই বিজেপি কর্মীরা স্থানীয় কাউন্সিলর অনুশ্রী বেহেরা এবং টাউন থানার