গাছ কাটছে সেনা, হাততালি-স্যালুট জানাল বাংলার জনতা

গাছ কাটছে সেনা, হাততালি-স্যালুট জানাল বাংলার জনতা

কলকাতা: ঘূর্ণিঝড় পরবর্তী বাংলাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাঁদের আগেই কুর্ণিশ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা ভারতীয় সেনা বাহিনীর প্রচেষ্টাকে অভিবাদন জানালেন বাসিন্দারা৷ হাততালি দিয়ে, স্যালুট জানিয়ে ভারতীয় সেনাকে কুর্নিশ জানান সল্টলেক এলাকার বাসিন্দাদের একাংশ৷

উমপুনের তাণ্ডবের পর কেটে গিয়েছে ৫টি দিন৷ ছ’দিন মাথাতেও অব্যাহত দুর্ভোগ৷ জল-বিদ্যুতের হাহাকার পড়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায়৷ ঝড়ে উপড়ে যাওয়া গাছ কেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ডাকা হয়েছে সেনাবাহিনী৷ যুদ্ধকালীন তৎপরতায় ভারতীয় সেনাবাহিনী তাদের কাজ চালিয়ে যাচ্ছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সেনাবাহিনীকে এবার কুর্নিশ জানেন সটলেক এলাকার বাসিন্দারা৷

সল্টলেকের পিএনবি মোড়ের কাছে গাছ উপড়ে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্থ করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় সেনা৷ সেনা বাহিনী ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে বাড়িটি রক্ষা করে৷ সেনাবাহিনীর এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন স্থানীয়রা৷ সল্টলেকের পিএনবি মোড়ের সামনে বাসিন্দাদের একাংশ সেনাবাহিনীকে হাততালি দিয়ে অভিবাদন জানান৷

অন্যদিকে, সোমবার ঈদের ছুটির মধ্যে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসক ও দপ্তরের প্রধান সচিবের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুতের সংযোগ ফেরাতেই হবে দ্রুত৷ পানীয় জলের ব্যবস্থা করতে হবে৷ ভয়াবহ এই দুর্যোগ কাটিয়ে রাজ্যকে ছন্দে ফিরিয়ে আনতে রাজ্যের আড়াই লাখ কর্মীর পরিশ্রমকে কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী৷ টুইট বার্তায় বলেন, গত কয়েকদিন ধরে লাগাতার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী থেকে শুরু করে অফিসার ও পুলিশ যা ভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তাঁদের পাশে সেনা থেকে এনডিআরএফ, ওড়িশার দমকল কর্মীরাও আছেন৷ তাঁদের সবাইকে স্যালুট জানাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =