কলকাতা : লোকসভা নির্বাচন ঘিরে রাজ্যে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
বৃহস্পতিবার রাতেই ৩ কোম্পানি পৌঁছে গিয়েছে হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে। এরা মূলত যাবে কলকাতা, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। মোতায়েন থাকবে সীমান্ত এলাকায়। কয়েক কোম্পানি যাবে ফরাক্কা, দুর্গাপুর সহ আরও তিনটি জায়গায়। ফরাক্কার বাহিনী মালদা সীমান্ত, মুর্শিদাবাদ সীমান্ত, এবং বীরভূমের বাহিনী বিহারের দুমকা সীমান্ত এলাকায় যাবে বলে সূত্রের খবর। শুক্রবার ১ কোম্পানির বাহিনী মহম্মদ বাজার থানার রামপুর এলাকায় টহল দেয়। ভোটারদের আশ্বস্ত করতেই নির্বাচনের আগে বিভিন্ন ব্লকে-ব্লকে রুট মার্চ চলবে বলেই প্রশাসন সূত্রে খবর।