বাড়ি থেকে পালাল করোনা আক্রান্ত রোগী, হুলুস্থুল চিৎপুরে

বাড়ি থেকে পালাল করোনা আক্রান্ত রোগী, হুলুস্থুল চিৎপুরে

ab52481d7e2358bea2ca1d9dee830f55

 
কলকাতা: করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রাজ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষিপ্ত কিছু অঞ্চলে ফের লকডাউনের ঘোষণা করেছে। তারমধ্যে কলকাতার বেশ কিছু অঞ্চল পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন যখন একের পর এক উদ্যোগ নিয়েছেন, তখনই খোদ কলকাতাতে বাড়ি থেকে করোনা আক্রান্ত রোগীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটল। খবর প্রকাশ্যে আসতেই পরিবারের সদস্যদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে প্রতিবেশীদের। ঘটনায় চিৎপুর থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, দমদম রোডের বাসিন্দা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। ওই যুবক একজন চিকিৎসকের গাড়ি চালাতেন। সম্প্রতি করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। ঘটনার পরে কোনও হেলদোল দেখতে পাওয়া যায়।  প্রতিবেশীদের সঙ্গে গল্প করতেও দেখা যায়।  ঘটনার বিরোধিতা করে প্রতিবেশীরা। জানায় করোনা আক্রান্ত হওয়ার পরে এভাবে ঘুরে বেড়ানো ঠিক নয়।  পুরসভার কয়েকজন কর্মী বুধবার বাড়িতে থাকতে বলে। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়।

কিন্তু বুধবার থেকে তাকে পাওয়া যায়নি বলে অভিযোগ৷ এই খবর প্রকাশ পেতেই একদল প্রতিবেশী ওই যুবকের বাড়ি চড়াও হয়। অন্য দিকের, যুবকের পরিবারের তরফে দাবি করা হয়, তাদের ছেলের করোনা হয়নি। ওই বিষয়ে একটি রিপোর্টও প্রতিবেশীদের দেখায়। ঘটনায় যুবকের পরিবারের পাশে কয়েকজন দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে যুবকের পরিবারের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *