বেদখল পুরসভা, বোর্ড মিটিংয়ের মধ্যেই শুরু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

কাটোয়া: পুরসভা ভোটের আগেই ৪টি পুরসভার দখল হারাল তৃণমূল৷ সৌজন্যে সেই দলভাঙন৷ এতদিন যেটাই ছিল তৃণমূলের প্রধান পুঁজি৷ রাজ্য বিজেপির উত্থান শুরু হতেই এবার পুরসভার মধ্যেই হাতাহাতিতে জড়াল কাটোয়া পুরসভার তৃণমূল কাউন্সিলারা৷ মঙ্গলবার সকালে কাটোয়া পুরসভার চেয়ারম্যানের উপর চড়াও হলেন এক দল তৃণমূল কাউন্সিলর। তাঁদের বক্তব্য, পুরসভার চেয়ারম্যানের ওপর এলাকার মানুষের আর আস্থা নেই। তাই

3 stocks recomended

কাটোয়া: পুরসভা ভোটের আগেই ৪টি পুরসভার দখল হারাল তৃণমূল৷ সৌজন্যে সেই দলভাঙন৷ এতদিন যেটাই ছিল তৃণমূলের প্রধান পুঁজি৷ রাজ্য বিজেপির উত্থান শুরু হতেই এবার পুরসভার মধ্যেই হাতাহাতিতে জড়াল কাটোয়া পুরসভার তৃণমূল কাউন্সিলারা৷

মঙ্গলবার সকালে কাটোয়া পুরসভার চেয়ারম্যানের উপর চড়াও হলেন এক দল তৃণমূল কাউন্সিলর। তাঁদের বক্তব্য, পুরসভার চেয়ারম্যানের ওপর এলাকার মানুষের আর আস্থা নেই। তাই এখানে লোকসভা ভোটে তৃণমূলের অবস্থা খারাপ হয়েছে। পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডে এবং তাঁর বাড়ির ওয়ার্ডে তৃণমূল হেরেছে। তাঁর উচিত ছিল এই দায়িত্ব মাথায় নিয়ে এক্ষুনি পদ ছেড়ে দেওয়া। কিন্তু তিনি নির্লজ্জ। এরপরেও পদ আঁকড়ে বসে রয়েছেন। আমরা মানছি না ওঁকে। পদত্যাগ করতেই হবে। চেয়ারম্যান রবি চ্যাটার্জী বলেছেন, ওরা এখন বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছে। কোন একটা ছুতো করে যেতে চায়। তাই আজ এখানে চড়াও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 6 =